মৃত ভিক্ষুকের ডেরায় গিয়ে তাজ্জব পুলিস, বেরিয়ে এল ফিক্সড ডিপোজিট ও নগদ-সহ ১০ লাখ

বিরজুর মৃতদেহ নিয়ে তার ঝুপড়িতে আসে পুলিস। এক কামরার ঘরে ঢুকে চোখ আটকে যায় তাদের

Updated By: Oct 7, 2019, 03:33 PM IST
মৃত ভিক্ষুকের ডেরায় গিয়ে তাজ্জব পুলিস, বেরিয়ে এল ফিক্সড ডিপোজিট ও নগদ-সহ ১০ লাখ

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ের এক ভিক্ষুকের ঘরে এসে তাজ্জব পুলিস। তার এক কামরার ঘর থেকে উদ্ধার হল ফিক্সড ডিপোজিট ও নগদ-সহ ১০ লাখ টাকারও বেশি।

আরও পড়ুন-‘রাম নাম’ না করায় আলওয়ারে বেধড়ক মারধর দম্পতিকে, যৌন হেনস্থা মহিলাকে

সম্প্রতি মুম্বইয়ের গোভান্ডি স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ভিক্ষাজীবী বিরজু চন্দ্র আজাদের(৬২)। স্টেশনের কাছেই এক ঝুপড়িতে থাকতেন বিরজু। গত ৪ অক্টোবর লাইন পারাপার করতে গিয়ে মারা যান তিনি। এলাকাবাসীর সাহায্যে মৃত বিরজুর দেহ চিহ্নিত করে পুলিস। কিন্তু তার ঝুপড়ির ঘরে এসে অবাক হয়ে যায় পুলিস।

বিরজুর মৃতদেহ নিয়ে তার ঝুপড়িতে আসে পুলিস। এক কামরার ঘরে ঢুকে চোখ আটকে যায় তাদের। দেখা যায় ছোট ছোট ব্যাগ ও বালতিতে ভরা প্রচুর কয়েন। সেসব যত্ন করে রাখা। কয়েনগুলিতে মরচে ধরে গিয়েছে।

বিপুল ওইসব কয়েন গুনতে ৮ ঘণ্টা লেগে যায় পুলিসের। দেখা যায়, সবেমিলিয়ে রয়েছে ১.৭৭ লাখ টাকা। অন্যদিকে, বিভিন্ন ব্যাঙ্কে ৮.৭৭ লাখ টাকা ফিক্সড ডিপোজিটের কাগজ। সবেমিলিয়ে মোট ১০.৫৪ লাখ টাকার মালিক ওই ভিক্ষুক।

আরও পড়ুন-নবমীতেও বৃষ্টি! কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বজ্র-বিদ্যুৎ-সহ ভারি বৃষ্টির সম্ভাবনা

এখন ওই বিপুল টাকার মালিক কে?  তাদেরই খোঁজ করছে পুলিস। ব্যাঙ্কে গিয়ে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছে পুলিস।

.