তৃতীয় ফ্রন্টের স্বপ্নেই রঙ ভরতে চান মুলায়েম, কথা বাম দলগুলির সঙ্গে

পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তৃতীয় ফ্রন্ট থেকেই। জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা উস্কে দিয়ে আজ এমনই মন্তব্য করলেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। তিনি বলেন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই গঠিত হতে পারে তৃতীয় ফ্রন্ট। আর সেই তৃতীয় ফ্রন্টই সরকার গঠন করবে বলে মনে করেন মুলায়ম সিং যাদব। তৃতীয় ফ্রন্ট গঠনের জন্য বাম দলগুলির সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।

Updated By: Oct 7, 2013, 03:59 PM IST

পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তৃতীয় ফ্রন্ট থেকেই। জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা উস্কে দিয়ে আজ এমনই মন্তব্য করলেন সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব। তিনি বলেন, লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই গঠিত হতে পারে তৃতীয় ফ্রন্ট। আর সেই তৃতীয় ফ্রন্টই সরকার গঠন করবে বলে মনে করেন মুলায়ম সিং যাদব। তৃতীয় ফ্রন্ট গঠনের জন্য বাম দলগুলির সঙ্গে আলোচনা চলছে বলেও জানিয়েছেন তিনি।
ধর্মনিরপেক্ষ দলগুলিকে একজোট করার জন্য আলোচনা চলছে। তৃতীয় ফ্রন্ট নিয়ে মুলায়ম সিংয়ের মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই জানিয়েছেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি।
তৃতীয় ফ্রন্ট নিয়ে দিবাস্বপ্ন দেখছে সমাজবাদী পার্টি। মুলায়ম সিংয়ের মন্তব্যের প্রেক্ষিতে এমনই প্রতিক্রিয়া জানালেন বিজেপি মুখপাত্র বলবীর পুঞ্জ। তবে মুলায়েম পাশে পাচ্ছেন শরদ যাদবের দল। তৃতীয় ফন্ট নিয়ে সমাজবাদী পার্টি উদ্যোগী হলে পাশে থাকবে জেডিইউ। আজ এমনই ইঙ্গিত দিলেন জেডিইউ নেতা শরদ যাদব।

.