কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বিজেপির সদর দফতরে ঢুকলেন মুকুল রায়

Updated By: Nov 3, 2017, 05:38 PM IST
কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বিজেপির সদর দফতরে ঢুকলেন মুকুল রায়

নিজস্ব প্রতিবেদন: জল্পনার অবসান ঘটিযে আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন মুকুল রায়। দিল্লির অশোক রোডে বিজেপির সদর দফতরে ফুল, মিষ্টি দিয়ে মুকুলকে স্বাগত জানাবেন বিজেপি নেতৃত্ব। বিকেল ৫.৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করবেন মুকুল রায়। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় হাত ধরে বিজেপিতে যোগ দেবেন তিনি। মুকুলের বিজেপিতে যোগদানের খবরে দিল্লিতে দলের অফিসের সামনে ভিড় করেছেন তাঁর অনুগামীরা। 

রাজ্য বিজেপি সূত্রের খবর, ১০ নভেম্বর ধর্মতলায় বিজেপির সভায় থাকবেন মুকুল রায়। সভায় অন্যতম প্রধান বক্তা মুকুলই। পঞ্চায়েত ভোটে মুকুলের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির। 

তৃণমূল ছাড়ার পর থেকেই মুকুল রায় বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটতে চলেছে আজ। মুকুল রায় যে বিজেপিতে আসতে চলেছেন, তার ইঙ্গিত কয়েকদিন আগেই মিলছিল। বৃহস্পতিবার ক্যানিংয়ের সভায় মুকুলের সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন কৈলাস বিজয়বর্গীয়। তারও আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ''নারদায় মুকুলকে টাকা নিতে দেখা যায়নি।'' পাশাপাশি দিলীপ মন্তব্য করেছিলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলেই তিনি দোষী হয়ে যান না। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিজেপির প্রশংসা করে মুকুলও বুঝিয়ে দেন তাঁর রাজনৈতিক অভিমুখ। 

কালীপুজোর পর মুকুলের বিজেপিতে যোগদানের কথা থাকলেও, আরএসএস ও রাজ্য নেতৃত্বের একাংশের আপত্তিতে তা সম্ভব হয়নি। অবশেষে বিজেপিতে নয়া রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন একদা তৃণমূলের 'সেকেন্ড ইন কম্যান্ড'।

আরও পড়ুন, ক্যানিংয়ের সভায় মুকুলের প্রশংসায় পঞ্চমুখ কৈলাস বিজয়বর্গীয়

 

 

 

 

Tags:
.