জম্মু কাশ্মীরে মিলি-ঝুলি সরকার গড়বে বিজেপি ও পিডিপি

অবশেষ জম্মু কাশ্মীরে সরকার গড়তে ঐকমত্যে পৌছল  বিজেপি ও পিডিপি। জোটের শর্ত চূড়ান্ত করতে দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন PDP প্রধান মুফতি মহম্মদ সঈদ।

Updated By: Feb 27, 2015, 11:36 PM IST
 জম্মু কাশ্মীরে মিলি-ঝুলি সরকার গড়বে বিজেপি ও পিডিপি

ওয়েব ডেস্ক: অবশেষ জম্মু কাশ্মীরে সরকার গড়তে ঐকমত্যে পৌছল  বিজেপি ও পিডিপি। জোটের শর্ত চূড়ান্ত করতে দিল্লিতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন PDP প্রধান মুফতি মহম্মদ সঈদ।
 
ঠিক হয়েছে মুখ্যমন্ত্রীর পদে রবিবার শপথ নেবেন PDP প্রধান। উপমুখ্যমন্ত্রী হবেন বিজেপির কোনও  বিধায়ক। ওইদিনই শপথ নেবেন আরও ২৩ জন ক্যাবিনেট মন্ত্রী। শপথে নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সঈদ। ৮৭ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় কোনও দলই ম্যাজিক ফিগারের ধারে কাছে পৌছয়নি। PDP ২৮টি আসনে জয়ী হয়। বিজেপি পেয়েছে ২৫টি আসন।

ওমর আব্দুল্লার পর  জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন  মুফতি মহম্মদ সঈদ।

.