ওডি়শায় চিটফান্ড কেলেঙ্কারিতে গ্রেফতার সাংসদ
ওড়িশায় চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করতে নেমে এক সাংসদ ও দুই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন ময়ুরভঞ্জের বিজেডি সাংসদ রামচন্দ্র হাঁসদা, ও বিজেডির প্রাক্তন বিধায়ক সুবর্ণ নায়েক। গ্রেফতার করা হয়েছে বিজেপির প্রাক্তন বিধায়ক হীতেশ বাগারতিকেও।
ওয়েব ডেস্ক: ওড়িশায় চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করতে নেমে এক সাংসদ ও দুই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের মধ্যে রয়েছেন ময়ুরভঞ্জের বিজেডি সাংসদ রামচন্দ্র হাঁসদা, ও বিজেডির প্রাক্তন বিধায়ক সুবর্ণ নায়েক। গ্রেফতার করা হয়েছে বিজেপির প্রাক্তন বিধায়ক হীতেশ বাগারতিকেও।
নব দিগন্ত ক্যাপিটাল লিমিটেড নামে একটি ভুয়ো আর্থিক সংস্থার ডিরেক্টর ছিলেন এই তিন রাজনৈতিক নেতা। জুলাইয়ে হাঁসদার ময়ুরভঞ্জের বাড়িতে হানা দিয়ে ২৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে সিবিআই।
এ রাজ্যের মতই চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে ওড়িশায় কত দিন ধরেই তোলপাড় হচ্ছিল। চিটফান্ড কেলেঙ্কারিতে রাজ্যের অনেক রাজনৈতিক নেতার নাম শোনা যাচ্ছিল। শেষ অবধি গ্রেফতার হলেন এই তিন হেভিওয়েট।