আজ মুক্তি পাচ্ছে না ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের ওপর তৈরি ছবি

Updated By: Aug 22, 2014, 11:29 AM IST
আজ মুক্তি পাচ্ছে না ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের ওপর তৈরি ছবি

আজ মু্ক্তি পাওয়ার কথা ছিল ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের ওপর তৈরি পঞ্জাবি ছবি। কিন্তু ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, মুক্তি পাচ্ছে না ছবি।

ইন্দিরা গান্ধীর হত্যাকারী দুই শিখ নিরাপত্তারক্ষীকে ছবিতে হিরো হিসেবে দেখানো হয়েছে। এই ছবি দেশের শান্তি নষ্ট করতে পারে আশঙ্কায় আগেই সতর্ক করেছিল পঞ্জাবের কংগ্রেস ও বিজেপি নেতারা। অভিযোগ ছিল সেন্সর বোর্ডে ছবি পাস করানোর জন্য ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সেন্সর বোর্ডের প্রাক্তন সিইও রাকেশ কুমারকে।

কউম দো হিরে বা ডায়মন্ডস অফ দ্য কমিউনিটি বলবে অপারেশন ব্লুস্টারের বদলা নিতে কীভাবে ইন্দিরা গান্ধীর শিখ সম্প্রদায়ের দুই নিরাপত্তারক্ষী তাঁকে গুলিবিদ্ধ করেন। গান্ধীর মৃত্যুর পর রাজধানীতে দাঙ্গায় নির্মম ভাবে হত্যা করা হয় হাজারের ওপর শিখ সম্প্রদায়ের মানুষকে।

ইন্দিরা গান্ধীর এক হত্যাকারী বিন্ত সিং পুলিসের গুলিতে মারা যান। অপর হত্যাকারী সতওয়ন্ত সিংয়ের পরে মৃত্যুদণ্ড হয়।

 

.