মত্ত মায়ের অত্যাচারে অতিষ্ঠ, পুলিসের সাহায্য চাইল নাবালক

মা। সন্তানের কাছে এর থেকে নিরাপদ আশ্রয় আর কী হতে পারে! কিন্তু সেই নিরাপদ আশ্রয় যদি ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তা হলে সন্তান যাবে কোথায়! 

Updated By: Sep 27, 2019, 01:09 PM IST
মত্ত মায়ের অত্যাচারে অতিষ্ঠ, পুলিসের সাহায্য চাইল নাবালক

নিজস্ব প্রতিবেদন : প্রায় প্রতিদিনই চলে তার উপর অত্যাচার। কারণে-অকারণে। নাবালকের বক্তব্য, ''মা প্রায়ই বিয়ার পান করে বাড়িতে আসে। নেশাগ্রস্থ অবস্থায় কী করে তার জ্ঞান থাকে না। আমাকে খুব মারধর করে। আমি কোনওরকম ভুল না করলেও অত্যাচার করে। সারাদিন আমি ভয়ে ভয়ে থাকি। মা এলেই যেন কুঁকড়ে যাই। মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি ঠাকুমার কাছে চলে গিয়েছিলাম। সেখান থেকে আমাকে নিয়ে এসে আবার মারধর করেছে।''

আরও পড়ুন-  সম্ভবত চন্দ্রগহ্বরের ছায়ায় ঘুমাচ্ছে বিক্রম, নাসার যানের তোলা ছবিতেও দেখা মিলল না তার

মা। সন্তানের কাছে এর থেকে নিরাপদ আশ্রয় আর কী হতে পারে! কিন্তু সেই নিরাপদ আশ্রয় যদি ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তা হলে সন্তান যাবে কোথায়! সেই নাবালক পুলিসের দ্বারস্থ হয়েছে। সরাসরি সে হাজির হয়েছিল পুলিস সুপারের কাছে। মায়ের অত্যাচারের কথা সে জানিয়েছে। পুলিসের তরফে ব্যাপারটি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আগ্রার ঘটনা। হরিপর্বত থানা এলাকার সেই নাবালক জানিয়েছে, তাঁর বাবা ও মা দুজনেই দ্বিতীয়বার বিয়ে করেছেন। আদালতের নির্দেশ মেনে সেই নাবালককে মা নিজের কাছেই রাখেন। কিন্তু নিত্যদিন চলে অত্যাচার। 

আরও পড়ুন-  ইডিতে হাজিরা দেওয়ার আগেই পাওয়ারের বাসভবনে হাজির পুলিস, হানা এনসিপি কার্যালয়েও

নাবালক জানিয়েছে, তাঁর মায়ের কাছে প্রায়ই অচেনা কিছু লোক আসে। অনেক সময় মা তার হাতে মদের বোতল ধরিয়ে দেয়। তার পর সেই নাবালককে পেগ বানিয়ে দিতে বলে তারই মা। অরাজি হলেই জোটে মার। অনেক সময় বাড়িতে আসা অচেনা লোকেদের হাতেও তাকে মার খেতে হয় বলে জানিয়েছে সে। নাবালক আপাতত ঠাকুমার কাছে রয়েছে। তবে সেখানে এসে তাঁর মা হুমকি দিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। মায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে সেই নাবালক। 

Tags:
.