Indian Children: দেশে অপুষ্টির শিকার ৩৩ লাখের বেশি শিশু, শীর্ষে মহারাষ্ট্র
আরটিআই-এর জবাবে কেন্দ্র জানিয়েছে, মহারাষ্ট্রে অপুষ্টির শিকার ৬.১৬ লাখ শিশু। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিহার
নিজস্ব প্রতিবেদন: দেশে অপুষ্টির শিকার লাখ লাখ শিশু। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকে করা এক আরটিআই-এ উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
দেশের অপুষ্টির শিকার ৩৩ লাখ শিশু। এদের অর্ধেকের অবস্থা গুরুতর। যেসব রাজ্যে এই ধরনের শিশুর সংখ্য়া বেশি তাদের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, বিহার ও গুজরাট। পিটিআইয়ের করা এক আরটিআই-এ কেন্দ্র জানিয়েছে দেশের ১৭,৭৬,৯০২ শিশু গুরুতর অপুষ্টির শিকার। ১৫,৪৬,৪২০ জন শিশু ভুগছে কমবেশি অপুষ্টিতে। এই হিসেব এবছর অক্টোবর মাসের।
আরও পড়ুন-Jhargram: ধানজমি খুঁড়তেই বেরিয়ে এল কালীপুজোয় নিখোঁজ ৬ বছরের আদিবাসী শিশুকন্যার দেহ
দেশের ৩৪ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ওই পরিসংখ্য়ানে দেখা যাচ্ছে ৬ মাস থেকে ৬ বছরের শিশুদের মধ্য়ে গত এক বছরে অপুষ্টি বেড়েছে ৯১ শতাংশ।
আরটিআই-এর জবাবে কেন্দ্র জানিয়েছে, মহারাষ্ট্রে অপুষ্টির শিকার ৬.১৬ লাখ শিশু। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। সেখানে সেখানে অপুষ্টির শিকার ৪.৭৫ লাখ শিশু। তৃতীয় স্থানে থাকা গুজরাটে অপুষ্টির শিকার ৩.২০ লাখ শিশু।
এনিয়ে চাইল্ড রাইটস, ক্রাই-এর মতো সংস্থার ব্য়াখ্যা, দেশের আর্থ সামাজিক সব ক্ষেত্রে প্রভাব ফেলেছে করোনা সংক্রমণ। ক্রাইয়ের সিইও পুজা মারওয়া এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্টানগুলি বহুদিন বন্ধ থাকার কারণে আইসিডিএস ও মিড ডে মিলের মতো পরিষেবা বন্ধ। দারিদ্রের মধ্যে থাকা শিশুদের এই পরিস্থিতি কঠিন প্রভাব ফেলেছে।
আরও পড়ুন-Indian Fisherman killed: পাক সেনার গুলিতে মৃত ১ ভারতীয় মত্সজীবী, অপহৃত আরও ৬
মহারাষ্ট্র, বিহার ও গুজারাটের নীচে রয়েছে অন্ধ্রপ্রদেশ(২.৬৭ লাখ), কর্ণাটকে(২.৪৯ লাখ)। এর পরেই রয়েছে অসম, তেলঙ্গানার মতো রাজ্য।
উল্লেখ্য, গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে বাংলাদেশের নীচে চলে গিয়েছে ভারত। ২০২১ সালে ১১৬ দেশের মধ্যে ভারতের স্থান এখন ১০১ নম্বরে। ২০২০ সালে ভারতের স্থান ছিল ৯৪। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০১৮ সালে কেন্দ্র চালু করেছে পোষণ অভিযান। তার পরেও এই পরিসংখ্যান ভাবাচ্ছে কেন্দ্রকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)