লকডাউন লঘুর তোড়জোড়ের মাঝেই ১ লক্ষ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা
ওয়ার্ল্ডোমিটারের তালিকা অনুযায়ী এই মুহূর্তে আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের স্থান বিশ্বে একাদশতম।
নিজস্ব প্রতিবেদন : একদিকে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় লকডাউন শিথিলের তোড়জোড়। অন্যদিকে উদ্বেগজনক মত পরিসংখ্যান। লকডাউন ৪.০-এর মধ্যেই ভারতে ১ লক্ষ পার হল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৪,৯৭০ জন নতুন করোন আক্রান্তের হদিশ মিলেছে। এই নিয়ে সোমবার বিকেল পর্যন্ত ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১,০১,১৩৯।
আক্রান্তের সংখ্যার সঙ্গে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে এখনও পর্যন্ত দেশে ৩,১৬৩ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ১৩৪। চতুর্থ দফার লকডাউনেও এমন ঊর্ধ্বমুখী গ্রাফ বেশ উদ্বেগজনক।
বর্তমানে ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত-সহ মোট ১৩ টি দেশে করোনা আক্রান্তের সংখ্যা চিনের চেয়েও বেশি। ওয়ার্ল্ডোমিটারের তালিকা অনুযায়ী এই মুহূর্তে আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতের স্থান বিশ্বে একাদশতম।
তবে শঙ্কার পরিস্থিতির অন্ধকারের মধ্যেও কিছুটা আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। এখনও পর্যন্ত ৩৯,০০০ জনেরও বেশি করোনা রোগী চিকিৎসার ফলে সুস্থ হয়েছে, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। আপাতত কোভিড টেস্টের এই নেগেটিভ রেজাল্টগুলিই কিছুটা হলেও পজিটিভিটি দিচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
ভারতে চতুর্থ দফার লকডাউন বহাল ৩১ মে পর্যন্ত। কেন্দ্রের ঘোষণার পর সেই পথেই হেঁটেছে রাজ্যগুলি। তবে উপার্জনহীন মানুষের কথা ভেবে বেশিরভাগ রাজ্যে চলছে লকডাউন লঘু করার চেষ্টা। ধীরে ধীরে খোলা হচ্ছে দোকান, হাট, গণপরিবহন। তবে, প্রতিদিন রেকর্ড হারে বাড়তে থাকা পরিসংখ্যানের দিকে তাকিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা যে সহজ হবে না তা বলা বাহুল্য।
আরও পড়ুন: চলছে চতুর্থদফার লকডাউন, জেনে নিন আপনার এলাকায় করোনার প্রকোপ কতটা