Monsoon Session: সংসদের কাঁচের দরজা ভাঙার অভিযোগ, শান্তনুর পর বিতর্কে অর্পিতা

তৃণমূল-বিজেপি চাপানউতোর

Updated By: Aug 5, 2021, 01:36 PM IST
Monsoon Session: সংসদের কাঁচের দরজা ভাঙার অভিযোগ, শান্তনুর পর বিতর্কে অর্পিতা

নিজস্ব প্রতিবেদন: সংসদ অবমাননার অভিযোগে রাজ্যসভায় (Rajyasabha) সাসপেন্ডেড তৃণমূলের (TMC) ছয় সাংসদ। একদিনের জন্য সাসপেন্ড করা হয় দোলা সেন, নাদিমূল হক, অর্পিতা ঘোষ, মৌসম বেনজির নূর, শান্ত ছেত্রী এবং আবির রঞ্জন বিশ্বাসকে। সাসপেনশনের পর সংসদের লবিতে বিক্ষোভ দেখায় তৃণমূল। নিরাপত্তারক্ষীদের অভিযোগ,সংসদের লবির কাঁচের দরজা ভাঙেন অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। যার ফলে আঘাত পান কর্তব্যরত এক নিরাপত্তারক্ষী। 

বৃহস্পতিবার সংসদের অধিবেশন শুরু হলে ঐ নিরাপত্তারক্ষী লোকসভার সচিবকে পুরো ঘটনাটি জানান। রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান বিষয়টি উল্লেখ করলে আপত্তি জানান তৃণমূলের সুখেন্দুশেখর রায়। বিতর্কে জড়ান তৃণমূল সাংসদরা। যদিও এখনও পর্যন্ত অর্পিতা ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গোটা ঘটনায় তৃণমূলকে তোপ মুক্তার আব্বাস নকভির। বলেন,'সংসদে হিংসার রাজনীতি আমদানি করছে তৃণমূল।' পাল্টা বিজেপিকে নিশানা করেছে তৃণমূলও।

আরও পড়ুন: Kerala TMC: 'ভারত বাঁচাতে দিদিকে চাই,' বাম শাসিত কেরলে নতুন করে যাত্রা তৃণমূলের

প্রসঙ্গত, এর আগে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে গোটা বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। Pegasus ইস্য়ুতে রাজ্যসভায় বিবৃতি দেওয়ার সময় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বিষ্ণুর হাত থেকে কাগজ কেড়ে নেন শান্তনু সেন। কাগজ ছিঁড়ে ফেলে দেন। শাস্তি স্বরূপ গোটা বাদল অধিবেশনে তাঁকে বরখাস্ত করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ড়ু। আর শান্তনুর পর এবার বিতর্কে অর্পিতা ঘোষ।

আরও পড়ুন: Prashant Kishor: 'সাময়িক বিরতি চাই', পাঞ্জাব সরকারের প্রধান উপদেষ্টা পদ থেকে ইস্তফা পিকের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.