কাদের জন্য কাজ করেন প্রধানমন্ত্রী? উত্তর দিলেন খোদ মোদী!
তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের জন্য কাজ করা তাঁর দায়িত্ব। দেশের প্রতিটি মানুষের জন্য কাজ করা তাঁর কর্তব্য। প্রত্যেক ভারতীয়ের 'প্রধান সেবক' হয়ে তিনি খুশি। ঠিক এভাবেই টুইটারে জনৈক অজিত্ সিংকে উত্তর দিলেন মোদী।
ওয়েব ডেস্ক : তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের জন্য কাজ করা তাঁর দায়িত্ব। দেশের প্রতিটি মানুষের জন্য কাজ করা তাঁর কর্তব্য। প্রত্যেক ভারতীয়ের 'প্রধান সেবক' হয়ে তিনি খুশি। ঠিক এভাবেই টুইটারে জনৈক অজিত্ সিংকে উত্তর দিলেন মোদী।
নিছকই মজা করে বলা কথা। কিন্তু তার উত্তর যে খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে আসবে, তা বোধহয় ঘুণাক্ষরেও ভাবতে পারেননি অজিত্। দিন দুয়েক আগে টুইটারে একটি পোস্ট করেন অজিত্। যেখানে তিনি লেখেন, "আমাকে একজন হঠাত্ই জিজ্ঞাসা করলেন, তুমি কি নরেন্দ্র মোদীর জন্য কাজ কর? আমি হেসে বললাম, না বন্ধু। তিনি আমার জন্য কাজ করেন।#IAmNewIndia"
One of my follower casually asked me: Do you work for @narendramodi ?
I smiled and said: No dear, he works for me..#IAmNewIndia
— Ajeet Singh (@Ajeetvijaysingh) March 14, 2017
চমকের শুরু এরপর। অজিতের টুইটের উত্তর দেন মোদী নিজে। টুইটারে খোলাখুলি অজিতের বক্তব্যকে 'সমর্থন' জানান তিনি। মোদীর সেই টুইটবার্তা ছড়িয়ে পড়ে অল্প কিছুক্ষণেই মধ্যেই-
Absolutely. Happy to be the Pradhan Sevak for each and every Indian. https://t.co/BEreA1GNVJ
— Narendra Modi (@narendramodi) March 14, 2017
আরও পড়ুন, 'জলসায় গান গাওয়া ধর্মের অবমাননা', ফতোয়ার মুখে ১৬ বছরের কিশোরী