মমতাকে চাপে ফেলতে এবার নয়া চাল মোদীর

মমতায় না, মানিকে হ্যাঁ। বিরোধীদের চাপে ফেলতে এবার নয়া চাল নরেন্দ্র মোদীর।

Updated By: Nov 29, 2016, 03:54 PM IST
মমতাকে চাপে ফেলতে এবার নয়া চাল মোদীর

ওয়েব ডেস্ক : মমতায় না, মানিকে হ্যাঁ। বিরোধীদের চাপে ফেলতে এবার নয়া চাল নরেন্দ্র মোদীর।

ক্যাশলেস অর্থনীতি নিয়ে গঠিত সাব কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখলেন না মোদী। তবে জায়গা দেওয়া হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। পাঁচ সদস্যের এই সাব কমিটির চেয়ারম্যান অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। এছাড়াও কমিটিতে রয়েছেন মধ্যপ্রদেশ,ত্রিপুরা,পুডুচেরি ও বিহারের মুখ্যমন্ত্রী। দোসরা ডিসেম্বর কমিটির প্রথম বৈঠক।

৮ নভেম্বর মোদী নোট বাতিলের সিদ্ধান্তের কথা ঘোষণার সঙ্গে সঙ্গেই কেন্দ্রে-রাজ্যে মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা। 'পণ' করেছেন মোদীকে রাজনীতি থেকে সরাবেন বলে। এবার পাল্টা চাল চাললেন মোদী। অন্যদিকে নোট বাতিল পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে গড়া সাব কমিটি নিছক 'আইওয়াশ' বলে পাল্টা তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস।

পড়ুন, 'মাথা মুড়িয়ে' মোদীকে 'হুমকি' দিলেন এই ব্যক্তি! 

.