'মনমোহনের চিকিৎসায় টাকা হাসপাতালে চলে গিয়েছে'

ছত্তিসগড়ে মোদীর সভার জন্য দিল্লির লালকেল্লার আদলে মঞ্চ তৈরি হল ছত্তিসগড়ে। রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দূরে অম্বিকাপুরে সমাবেশ স্থল। মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখবেন মোদী। তার জন্যই এক টুকরো দিল্লিকে তুলে আনার চেষ্টা।

Updated By: Sep 7, 2013, 05:10 PM IST

শনিবার ছত্তিসগড় বিধানসভা নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করলেন নরেন্দ্র মোদী। দিল্লির লালাকেল্লার আদলে নির্মিত মঞ্চ থেকে ছত্তিসগড়ের অম্বিকাপুরে শনিবার সমাবেশ করলেন মোদী। সমর্থকদের ভির দেখে উচ্ছ্বসিত মোদী বললেন, "আমি অনেকদিন এমন ভির দেখিনি।"
গুজরাত মুখ্যমন্ত্রীর গলায় ছিল রমন সিংয়ের প্রংশসা আর কেন্দ্রীয় সরকারের সমালোচানা। মোদীর মতে তেলেঙ্গানা ইস্যু দিল্লির রাজনীতিতে নির্ণায়ক হয়ে উঠবে। তিনি বলেন, "বিজেপি বিষয়টি সফলতার সঙ্গে সামাল দিয়েছিল। কংগ্রেস তেলেঙ্গানার অবস্থা কী করেছে?" কংগ্রেস শুধুই ভোট ব্যাঙ্ক রাজনীতি নিয়ে 'খেলছে' বলে মন্তব্য করেছেন মোদী।
দেশের অর্থনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মোদী, "মনমোহনের চিকিৎসায় টাকা হাসপাতালে চলে গিয়েছে।"

.