রাহুলের সভায় মোদীর নামে স্লোগান! তথ্য-প্রযুক্তি কর্মীদের গ্রেফতারের অভিযোগ বিজেপির
রাহুলের সভায় প্রতিবাদ জানাতে মোদী মোদী স্লোগান তোলেন। এর পরই তাঁদের বেঙ্গালুরু গ্রেফতার করা হয় বলে অভিযোগ কর্নাটক বিজেপির।
নিজস্ব প্রতিবেদন: বিজেপি বলছে সঙ্কটে দেশের গণতন্ত্র। সোমবার বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বক্তৃতার সময় ‘মোদী-মোদী’ স্লোগান ওঠে। বেশ কিছু বিক্ষোভকারী, যার মধ্যে তথ্য-প্রযুক্তির কর্মীরাও ছিল বলে দাবি বিজেপির, রাহুলের সভায় প্রতিবাদ জানাতে মোদী মোদী স্লোগান তোলেন। এর পরই তাঁদের বেঙ্গালুরু গ্রেফতার করা হয় বলে অভিযোগ কর্নাটক বিজেপির।
এ ঘটনার কথা উল্লেখ করে বিজেপি সভাপতি অমিত শাহ-ও অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে তরুণরা মোদী স্লোগান দেওয়ায় গ্রেফতার করা হয়েছে তাদের। তাঁর প্রশ্ন, এই সময় কোথায় গেলেন বাক স্বাধীনতা নিয়ে যাঁরা সরব হন? পাশাপাশি অমিতের সতর্কবার্তা, কংগ্রেসের যুবরাজের জানা উচিত দিশা দেখাচ্ছে যুবারাই। দেশের তরুণ প্রজন্মকে ভয় দেখানো বন্ধ করুন। কর্নাটক বিজেপির নেতা সিটি রবি অভিযোগ করেন, মোদী মোদী স্লোগান তোলায় তথ্য প্রযুক্তি কর্মীদের উপর হামলা চালানো হয়েছে।
Democracy in Danger
Police arrests few techies for raising pro Modi slogans at Manyata tech park in Bengaluru.
This is the real face of democracy in a Cong JDS ruled state. It’s total dictatorship where freedom of choice & expression of citizens is suppressed. pic.twitter.com/5GoQJO2OqI
— BJP Karnataka (@BJP4Karnataka) March 18, 2019
আরও পড়ুন- ইনিই দেশের সবচেয়ে ধনী সাংসদ, সম্পত্তির পরিমাণ ৬২০ কোটি
তবে, বিজেপির অভিযোগ খারিজ করে দিয়ে বেঙ্গালুরু পুলিস জানিয়েছে, কাউকে গ্রেফতার করা হয়নি। সিনিয়র পুলিস অফিসার সীমন্ত কুমার সিং বলেন, রাহুলের দেহরক্ষীর খুব কাছে এসে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। উল্লেখ্য, লোকসভা নির্বাচন প্রচারে কর্নাটকে রয়েছেন রাহুল গান্ধী। গত কাল রাজ্য ছাড়ার আগে বেঙ্গালুরুর একটি জনসভায় বক্তৃতা রাখছিলেন রাহুল গান্ধী। এই মুহূর্তে কর্নাটকে কংগ্রেস এবং জেডিএস-র জোট সরকার। তবে, দু’দলের বেশ কিছু বিধায়ক ইস্তফা দিয়ে বিজেপি-সহ অন্যান্য দলে যোগ দেওয়ায় যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে কংগ্রেসকে। সম্প্রতি ইয়েদুরাপ্পা দাবি করেন, ২২টি লোকসভা আসন মিললে ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে সরকার ফেলে দেওয়া হবে।