বড় পদে বসতে আজ `পয়া` পদ ছাড়ছেন মোদী
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজ গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন নরেন্দ্র মোদী। বেলা সাড়ে তিনটে নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপাল কমলা বেনিওয়ালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তার আগে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানেই তাঁর উত্তরসূরীর নাম ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মোদী মন্ত্রিসভার অর্থমন্ত্রী আনন্দি বেন পটেল।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজ গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন নরেন্দ্র মোদী। বেলা সাড়ে তিনটে নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপাল কমলা বেনিওয়ালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তার আগে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সেখানেই তাঁর উত্তরসূরীর নাম ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মোদী মন্ত্রিসভার অর্থমন্ত্রী আনন্দি বেন পটেল।
এদিকে, রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে সোমবার সন্ধে ছটায় প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের দাবি নিয়ে যান মোদী । বিপুল জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মোদীর কাছে মন্ত্রীদের নামের তালিকা চেয়েছেন।
একদিকে লৌহ পুরুষের চোখে জল। আর সেই লালকৃষ্ণ আডবাণীর কথার জবাব দিতে গিয়েই আবেগ আপ্লুত নরেন্দ্র মোদীও। মঙ্গলবার এই বিরল দৃশ্যের সাক্ষী থাকল সংসদের সেন্ট্রাল হল। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা এখন শুধু সময়ের অপেক্ষা। তার আগে মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে যোগ দিতে জীবনে প্রথমবার সংসদে নরেন্দ্র মোদী। আবেগের পারদটা যে চড়ছিল তা বুঝিয়ে দিলেন শুরুতেই।
সংসদে ঢোকার মুখেই সিড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন বিজেপির ভাবী প্রধানমন্ত্রী।
এরপর সেন্ট্রাল হলে আডবাণীর মুখোমুখি। প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার সময় থেকেই মোদী বিরোধী অবস্থানে দেখা গিয়েছে আডবাণীকে। মঙ্গলবার তাঁকেই সংসদীয় দলের প্রধান হিসেবে মোদীর নাম প্রস্তাব করতে হল। তারপর মোদীকে অভিনন্দন জানানোর পালা। মোদীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আবেগ আর চেপে রাখতে পারেননি বিজেপির লৌহ পুরুষ।
চোখের জল বাঁধ মানেনি নরেন্দ্র মোদীরও। আডবাণী কৃপা শব্দটি ব্যবহার নিয়ে আপত্তি জানাতে গিয়েই অভিমান ঝড়ে পর মোদীর গলায়।
গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এতদিন নরেন্দ্র মোদীকে কঠোর মনোভাবের মানুষ হিসেবেই দেখেছে গোটা দেশ। আডবাণীরও পরিচিতি লৌহ মানুষ হিসেবে। দেশ জোড়া বিজেপির বিপুল সাফল্যের পর কিন্তু সেই দুই কঠোর মুখকেই দেখা গেল আবেগে ভাসতে।
রয়েছেন মোদী ঘনিষ্ঠ অমিত শাহ। আর আছেন রাজ্য বিজেপির তিন শীর্ষ নেতা নীতীন প্যাটেল, সৌরভ প্যাটেল এবং ভিখুভাই দালসানিয়া। আজ গান্ধীনগরের টাউন হলে দলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে বিধানসভার স্পিকার ভাজুভাই ভালার কাছে গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন নরেন্দ্রভাই দামোদরদাস মোদী।
গুজরাটের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানেও হাজির থাকবেন তিনি। ২০০১ সালের সাতই অক্টোবর থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন নরেন্দ্র মোদী।