দেশজোড়া বিজেপি ঝড়ে উড়ে যাবে কংগ্রেস, ভোপালে নির্বাচনী প্রচারে দাবি নরেন্দ্র মোদীর

বিজেপি দেশজোড়া বিজেপি ঝড়ে এবার উড়ে যাবে কংগ্রেস। ভোপালে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এমনই দাবি বিজেপি পদপ্রার্থী নরেন্দ্র মোদীর। নিজের বক্তৃতায় এদিন আগাগোড়া কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি-র প্রধানমন্ত্রী।

Updated By: Sep 25, 2013, 08:00 PM IST

বিজেপি দেশজোড়া বিজেপি ঝড়ে এবার উড়ে যাবে কংগ্রেস। ভোপালে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে এমনই দাবি বিজেপি পদপ্রার্থী নরেন্দ্র মোদীর। নিজের বক্তৃতায় এদিন আগাগোড়া কংগ্রেসকে নিশানা করলেন বিজেপি-র প্রধানমন্ত্রী।
উপলক্ষ মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার। কিন্তু, জাম্বুরের প্রচার মঞ্চ থেকে লোকসভা ভোটের ওয়ার্ম আপ সেরে নিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্রভাই মোদী। আধঘণ্টার বক্তব্যে আড়াগোড়া কংগ্রেসকে নিশানা করলেন। মোদীর দাবি, দেশজোড়া বিজেপি ঝড়ে এবার উড়ে যাবে কংগ্রেস।
 
কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি ইউপিএ সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছেন মোদী। তাঁর অভিযোগ, দুর্নীতি ঢাকতে সিবিআইকে ঢাল করতে চাইছে কেন্দ্র।
 
সুর আরও চড়িয়ে ইউপিএ সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
 
মোদীর দাবি, ষাট বছর রাজত্ব করলেও, কখনও গরিবদের দিকে নজর দেয়নি কংগ্রেস। এবারের লোকসভা ভোটে মানুষ তার জবাব দেবে বলে মন্তব্য করেন বিজেপি পদপ্রার্থী। ভোপালের জনসভায় মোদী ছাড়াও হাজির ছিলেন লালকৃষ্ণ আডবানী, সুষমা স্বরাজ, মুরলী মনোহর জোশী, রাজনাথ সিং সহ বিজেপি প্রথম সারির সব হেভিওয়েট নেতাই।

.