Lok Sabha election 2024: নিজের দলেই ক্রমশ ফিকে 'মোদী ম্যাজিক', ইস্তফা চাইছেন বিজেপি নেতারাই...

৮ই জুন তৃতীয়বারের মতো শপথ নিতে পারে মোদী সরকার। রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার সম্ভাবনা। এমনটাই সূত্রের খবর। ৭ জুন সংসদীয় বৈঠক। একক সংখ্যাগরিষ্ঠতা অধরা বিজেপির। এনডিএ শরিকদের উপর ভরসা রেখেই সরকার গড়ার পথে পদ্ম শিবির। রূপরেখা ঠিক করতে দিল্লিতে জরুরি বৈঠকে এনডিএ শরিকরা। 

Updated By: Jun 5, 2024, 05:48 PM IST
Lok Sabha election 2024: নিজের দলেই ক্রমশ ফিকে 'মোদী ম্যাজিক', ইস্তফা চাইছেন বিজেপি নেতারাই...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নরেন্দ্র মোদীর বিরোধীতা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘও সংগঠনেও উর্ধ্বে মোদীর জনপ্রিয়তা ভালোভাবে নেয়নি। চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলেও ম্যাজিক ফিগার টপকাতে পারেনি বিজেপি। সবমিলিয়ে বেশ কিছুটা চাপেই নরেন্দ্র মোদী। তার মধ্যেই বিস্ফোরক সুব্রহ্মণ্যম স্বামী। কার্যত মোদীকে পদত্যাগের বার্তা দিলেন তিনি। 

আরও পড়ুন, Faizabad| Ayodhya: অযোধ্যতে ডুবেছে বিজেপির তরী, জেনে নিন এই ৫ কারণ

এদিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'মোদীকে অবশ্যই সরে যেতে হবে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা ২৭২-এর নিচে বা ২৪০-এর কাছাকাছি তার নেতৃত্বেই। যে কোনও নেতার আত্মসম্মান থাকলে সে পদত্যাগ করবেন। সরিয়ে দেওয়ার অপেক্ষা করবেন না।' এবার কেন্দ্রে শরিক নির্ভর মোদী। এনডিএ-র বৈঠকে যোগ চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমারের। জল্পনা বাড়িয়ে পটনা থেকে দিল্লি যাওয়ার সময় একই বিমানে নীতীশ-তেজস্বী। 

একক সংখ্যাগরিষ্ঠতা অধরা বিজেপির। X-ফ্যাক্টর নীতীশ কুমার-চন্দ্রবাবু নায়ডু। শরিকদের উপর ভরসা মোদী-শাহদের। রূপরেখা ঠিক করতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভভনে জরুরি বৈঠক এনডিএর। কেন্দ্রে শরিক নির্ভর বিজেপি। ইতিমধ্যেই বৈঠকে যোগ নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডু সহ এনডিএ-র শরিকরা। সূত্রের খবর, বিভিন্ন মন্ত্রক নিয়ে দাবিদাওয়া জানাতে শুরু করেছেন শরিকরা। কে কতগুলি মন্ত্রক চাইছেন, কোন কোন মন্ত্রক চাইছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

 

আরও পড়ুন, Narendra Modi: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মোদী!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.