যেচে ইডলি-ধোসার ই-নিমন্ত্রণ নিলেন মোদী
প্রধানমন্ত্রী এ ভাবে নিজ হতে আমন্ত্রণ নেওয়ায় আপ্লুত ওই মহিলা।
নিজস্ব প্রতিবেদন: হত দরিদ্র পরিবারে পাত পেড়ে ইডলি-ধোসা খেতে চান প্রধানমন্ত্রী মোদী। শুধু খেতেই চান না, মুখরোচক দক্ষিণী পদ খাবেন বলে রীতিমতো যেচে আমন্ত্রিতও হলেন নমো! ভাবছেন এ কী কাণ্ড! তাহলে জানুন, আসল ঘটনাটি-
প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার মাধ্যমে দারিদ্রসীমার নীচে থাকা পরিবারগুলিকে বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হয়। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। এরপর থেকে ২০১৭-এর মধ্যে ১০ কোটি পরিবার উজ্জ্বলা যোজনার সুফল পেয়েছে বলে সম্প্রতি দাবি করেছেন মোদী। এবার তেমনই কিছু পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে ভাব বিনিময় করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। আরও পড়ুন- ‘কংগ্রেস ৬০ বছরে ১৩ কোটি, এনডিএ মাত্র ৪ বছরে ১০ কোটি’
উজ্জ্বলা যোজনার সাফল্যকে কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার তিন দরিদ্র মহিলার সঙ্গে কথা বলেন নমো। প্রথমেই তামিল ভাষায় তাঁদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে, পাল্টা শুভেচ্ছা জানান ওই মহিলারাও। এরপরই আনুবাদকের মাধ্যমে মোদী ওই মহিলাদের প্রশ্ন করেন, "এত দিন (বিনামূল্যে এলপিডি পাওয়ার আগে) আপনারা ইডলি-ধোসা তৈরি করতে পারতেন?" ওই মহিলাদের মধ্যে থেকে জনৈক রুদ্রাম্মা তখন জানান, "উনুনে রান্না করার ফলে, ইডলি-ধোসা তৈরি করতে পারতাম না।" এই উত্তর শুনে দৃশ্যতই খুশি প্রধানমন্ত্রী এরপরই বলেন, "আমি যখন ভবিষ্যতে আপনাদের এলাকায় যাব, তখন ইডলি-ধোসা খাওয়াবেন তো?" প্রধানমন্ত্রী এ ভাবে নিজ হতে আমন্ত্রণ নেওয়ায় আপ্লুত ওই মহিলা। সামগ্রিকভাবে এই ই-আলাপচারিতায় মোদীও অত্যন্ত খুশি হয়েছেন। তাই, তিনি নিজেই এই ভিডিও কনফারেন্সের মুহূর্ত টুইট করেছেন, দেখুন-
Ujjwala Yojana has been a positive factor for these women in Tamil Nadu. pic.twitter.com/oWS5VGGa7Q
— Narendra Modi (@narendramodi) May 28, 2018