পণ্য ও পরিষেবা করের বিলটি পাশ করাতে মরিয়া মোদী সরকার
সংসদের শীতকালীন অধিবেশনে যে কোনও মূল্যে পণ্য ও পরিষেবা করের বিলটি পাশ করাতে মরিয়া নরেন্দ্র মোদী সরকার। সেজন্য ফের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারে কেন্দ্র। পাঁচই ডিসেম্বরের পর বৈঠকের সম্ভাবনা। সেই বৈঠকেই কংগ্রেসের আনা তিনটি দাবি নিয়ে আলোচনার সম্ভাবনা। কর ব্যবস্থা সরলীকরণের জন্য এই বিল পাস করাতে চাপ বাড়াচ্ছে শিল্পমহল। এই পরিস্থিতেই কেন্দ্রের প্রস্তাবিত বিলের খসড়ায় মূলতঃ তিনটি আপত্তি জানিয়েছে কংগ্রেস। যার অন্যতম হল, করের হার কখনই আঠারো শতাংশের বেশি করা যাবে না। গত সাতাশ তারিখও জিএসটিবিল নিয়ে সোনিয়া মনমোহনের সঙ্গে চাচক্রে বসেন মোদী।
ওয়েব ডেস্ক: সংসদের শীতকালীন অধিবেশনে যে কোনও মূল্যে পণ্য ও পরিষেবা করের বিলটি পাশ করাতে মরিয়া নরেন্দ্র মোদী সরকার। সেজন্য ফের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারে কেন্দ্র। পাঁচই ডিসেম্বরের পর বৈঠকের সম্ভাবনা। সেই বৈঠকেই কংগ্রেসের আনা তিনটি দাবি নিয়ে আলোচনার সম্ভাবনা। কর ব্যবস্থা সরলীকরণের জন্য এই বিল পাস করাতে চাপ বাড়াচ্ছে শিল্পমহল। এই পরিস্থিতেই কেন্দ্রের প্রস্তাবিত বিলের খসড়ায় মূলতঃ তিনটি আপত্তি জানিয়েছে কংগ্রেস। যার অন্যতম হল, করের হার কখনই আঠারো শতাংশের বেশি করা যাবে না। গত সাতাশ তারিখও জিএসটিবিল নিয়ে সোনিয়া মনমোহনের সঙ্গে চাচক্রে বসেন মোদী।