প্রতিরক্ষা খাতে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের উদ্যোগ নতুন সরকারের

ক্ষমতায় আসার তিনদিনের মধ্যে নজিরবিহীন উদ্যোগ নিল নতুন সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ একশ শতাংশ করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রকের কাছে ইতিমধ্যেই ক্যাবিনেট নোট পাঠানো হয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পক্ষ থেকে। ইউপিএ আমলে প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা ছিল ছাব্বিশ শতাংশ। তা এক ধাক্কায় ১০০ শতাংশ করার উদ্যোগ নিল বিজেপি সরকার।

Updated By: May 29, 2014, 09:49 PM IST

ক্ষমতায় আসার তিনদিনের মধ্যে নজিরবিহীন উদ্যোগ নিল নতুন সরকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ একশ শতাংশ করার উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রকের কাছে ইতিমধ্যেই ক্যাবিনেট নোট পাঠানো হয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের পক্ষ থেকে। ইউপিএ আমলে প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা ছিল ছাব্বিশ শতাংশ। তা এক ধাক্কায় ১০০ শতাংশ করার উদ্যোগ নিল বিজেপি সরকার।

শিল্প-বাণিজ্য মন্ত্রকের নোট অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারী সংস্থাগুলি প্রতিরক্ষা খাতে ৪৯ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। তবে কোনও বিদেশি সংস্থা আধুনিকতম প্রযুক্তি নিয়ে আসতে পারলে যে কোনও দেশীয় সংস্থার ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে পারবে। ক্যাবিনেট নোটে বলা হয়েছে, এই পদক্ষেপের ফলে প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি খাতে খরচ বিপুলভাবে কমবে, দেশে ম্যানুফ্যাকচারিং সেক্টর উত্‍সাহ পাবে এবং আরও অনেক নতুন কর্মসংস্থান হবে।

.