একমাত্র এই কংগ্রেস নেতাকেই জয়ের অভিনন্দন বার্তা জানালেন মোদী
ওয়েব ডেস্ক: ৫ রাজ্যের ভোটের রায়ে আরও একবার মোদী ম্যাজিকের ঝলক। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে নিজের দাপট বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেরুয়া ঝড়ে দুই রাজ্যে ভারতীয় জনতা পার্টির মসনদে বসা ইতিমধ্যেই পাকা। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এই দুই রাজ্যে হৈ হৈ করে জিতছে বিজেপি। দুই রাজ্যেই একক সংখ্যা গড়িষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসছে ভারতীয় জনতা পার্টি। গোয়া এবং মণিপুর, দুই রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেসের সঙ্গে। কেবল পাঞ্জাবেই হল হার। এই রাজ্যে অকালি-বিজেপি জোটের থেকে ক্ষমতার ব্যাটন হাতে নিল কংগ্রেস। (ইভিএম কারসাজিতেই জিতেছে বিজেপি, ভোটে হেরে এই অভিযোগই তুললেন মায়াবতী)
পাঞ্জাবে অকালি দলের সঙ্গে জোট করে ভোটে লড়েছে বিজেপি। লড়াইয়ে ছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। তবে বাজি জিতল ক্যাপ্টেন অমরিন্দর সিংকে মুখ করে ভোটে লড়া কংগ্রেসই। গোটা ভারতে ভরাডুবির মধ্যেও পাঞ্জাবে পরিবর্তন এল কংগ্রেসের হাত ধরেই। আর এই পরিবর্তনের পথের কাণ্ডারি হলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে সাংসদও তিনি। তবে এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন পাতিয়ালার ক্যাপ্টেন। লড়াইটা কঠিন ছিল, তাই এই জয় তাৎপর্যের তো বটেই আবার স্পোর্টসম্যান স্পিরিটেরও নজির! একদিকে মোদী-অমিত শাহ্ জুটি, অন্যদিকে অরবিন্দ কেরিজওয়ালের প্রচার, দ্বিফলা আক্রমণকে প্রতিহত করে জয় হাসিল কার্যত অর্জুনের লক্ষ্যভেদের নজির। আর সেটা যখন করেই ফেলেছেন তখন অভিবাদন থেকেও বঞ্চিত হলেন না তিনি। স্বয়ং মোদীজি'র বার্তা। জয় সহ জন্মদিনের শুভেচ্ছা, টুইট করে জানালেন দেশের প্রধানমন্ত্রী। আর এই টুইটকে গ্রহণ করে পাল্টা প্রতিবার্তাও দিয়েছেন পাঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
Spoke to @capt_amarinder & congratulated him on the win in Punjab. Also wished him a happy birthday & prayed for his long & healthy life.
— Narendra Modi (@narendramodi) March 11, 2017
Thankyou @narendramodi ji for your good wishes. I look forward to working with you for the betterment of Punjab. https://t.co/igyXezowuM
— Capt.Amarinder Singh (@capt_amarinder) March 11, 2017