তিক্ততা ছেড়ে মমতার প্রশংসায় মোদী, রাজ্যসভায় অঙ্ক কষতে কি মমতাকে সার্টফিকেট!

প্রচারের তিক্ততার রেশ উধাও। প্রধানমন্ত্রী হিসাবে সংসদে প্রথম ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী। কিন্তু, কেন মোদীর গলায় মমতা স্তুস্তি? বিরোধীদের দাবি, রাজ্যসভায় ভোটাভুটির অঙ্কের কথা মাথায় রেখেই মোদীর এই কুশলী মন্তব্য।

Updated By: Jun 11, 2014, 09:08 PM IST

প্রচারের তিক্ততার রেশ উধাও। প্রধানমন্ত্রী হিসাবে সংসদে প্রথম ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী। কিন্তু, কেন মোদীর গলায় মমতা স্তুস্তি? বিরোধীদের দাবি, রাজ্যসভায় ভোটাভুটির অঙ্কের কথা মাথায় রেখেই মোদীর এই কুশলী মন্তব্য।

বিগ্রেডের সভায় প্রথমবার মোদীর গলায় মমতার প্রশংসা শোনা গিয়েছিল। তারপর সুর বদল। নির্বাচনী প্রচারে এসে বার বার মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন মোদী। কিন্তু, প্রধানমন্ত্রী হওয়ার পর সংসদে ফের মমতার প্রশংসায় মোদী। কেন মমতা প্রসঙ্গে মোদীর মতো পোড়খাওয়া রাজনীতিকের বার বার অবস্থান বদল, তা নিয়েই রীতিমতো সরগরম দিল্লি থেকে কলকাতা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যসভার অঙ্ক মাথায় রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিনের কৌশলী মন্তব্য। রাজ্যসভার মোট আসন সংখ্যা ২৪০। এই মুহুর্তে রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা ৬৪। যেকোনও গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর জন্য মোদীর ভরসা আঞ্চলিক দলগুলির সমর্থন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই কিছুটা এগিয়েছেন তিনি। এআইএডিএমকে-কে পাশে পেতে ডেপুটি স্পিকার করা হয়েছে থাম্বি দুরাইকে। নরেন্দ্র মোদীর পরবর্তী লক্ষ্য তৃণমূল কংগ্রেসের সমর্থন।

তবে, নরেন্দ্র মোদীর দরাজ সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুস্কিল আসানের পথ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রের কাছে বার বার ঋণের সুদ মুকুবের দাবিতে দরবার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ফিরতে হয়েছে খালি হাতেই। নতুন সরকারের কাছেও একই দাবি জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। ভূয়সী প্রশংসার পর কি মোদী মমতার দীর্ঘদিনের দাবি মানবেন? পূরণ হবে ঋণের সুদ মুকুবের দাবি? পারষ্পরিক দোষারোপের পালা এড়িয়ে নতুন পথে হাঁটবে কি কেন্দ্র-রাজ্য সম্পর্ক? আপাতত সেই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহল।

.