কাশ্মীরে শান্তির আবেদন প্রধানমন্ত্রীর, সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ
আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই, অশান্ত কাশ্মীর ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করার। অনুপ্রবেশের আশঙ্কায়, সীমান্তে নজরদারি বাড়াতে বলা হয়েছে। অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।
ওয়েব ডেস্ক: আফ্রিকা সফর শেষে দেশে ফিরেই, অশান্ত কাশ্মীর ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করার। অনুপ্রবেশের আশঙ্কায়, সীমান্তে নজরদারি বাড়াতে বলা হয়েছে। অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।
আরও পড়ুন-রক্তস্নাত উপত্যকা, সতর্ক কেন্দ্র
শান্তি রক্ষায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে, তা নিয়েও কথা হয়। উচ্চপর্যায়ের এই বৈঠকে হাজির ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব এস জয়শঙ্কর সহ আরও অনেকে। হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অগ্নিগর্ভ উপত্যকা। এখনও পর্যন্ত হিংসার বলি বত্রিশ। কাশ্মীর পরিস্থিতির প্রেক্ষিতে, আগামী সপ্তাহে আমেরিকা সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজনাথ সিং।