ইভটিজিংয়ের প্রতিবাদে খুন হলেন সেনা জওয়ান, গ্রেফতার তিন অভিযুক্ত
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সেনা জওয়ানের মৃত্যু। মিরাটে পিটিয়ে মারা হল জওয়ানকে। ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিস।
Updated By: Aug 15, 2015, 11:09 PM IST
ব্যুরো: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সেনা জওয়ানের মৃত্যু। মিরাটে পিটিয়ে মারা হল জওয়ানকে। ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিস।
মিরাটেই পোস্টিং ফিফটিএইট ইঞ্জিনিয়রস রেজিমেন্টের ল্যান্স নায়েক বেদমিত্র চৌধুরীর। কাজে গিয়েছিলেন হরদেব নগরে। সেখানেই এক কিশোরীকে উত্যক্ত করছিল কিছু যুবক। রুখে দাঁড়ান ল্যান্স নায়েক। এর পরেই তাঁর উপর চড়াও হয় ওই যুবকরা।
গুরুতর জখম ওই জওয়ানকে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। দরকারে জীবন দিয়েও যাঁরা রক্ষা করেন দেশকে, সেই সৈনিকদেরও রেহাই দিচ্ছে না দুষ্কৃতীরা। স্বাধীনতা দিবসের ঠিক আগেই শেষ হয়ে গেল একটি জীবন। কেন? জবাব দেবেন দেশের আইনশৃঙ্খলার রক্ষকেরা?