Minor Girl Rape: নাবালিকাকে 'ধর্ষণ', ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ফের 'গণধর্ষণ', 'ভয়ঙ্কর' ঘটনা

৭ জনকে গ্রেফতার করল পুলিস। আরও একজনের খোঁজ চলছে। 

Updated By: Apr 10, 2022, 10:12 PM IST
 Minor Girl Rape: নাবালিকাকে 'ধর্ষণ', ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ফের 'গণধর্ষণ', 'ভয়ঙ্কর' ঘটনা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: এক নাবালিকাকে ধর্ষণ এবং গণধর্ষণের অভিযোগ ৭ জনকে গ্রেফতার করল পুলিস। আরও একজনের খোঁজ চলছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা এবং তার পরিবার।  

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। পুলিস সূত্রে খবর, প্রথমে ওই নাবালিকাকে ধর্ষণ করে এক যুবক। এরপর সেই 'কুকীর্তি'র ভিডিও করে সে। নাবালিকাকে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। ভয় পেয়ে মুখ বন্ধ রাখে নাবালিকা। অভিযোগ, এখানেও থামেনি অভিযুক্ত। ওই ভিডিও সে নিজের কয়েকজন বন্ধুকে পাঠায়। সাত বন্ধুর সঙ্গে মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করে।

অত্যাচারের জ্বালা সহ্য করতে না পেরে অবশেষে বাড়ির লোকদের সমস্ত ঘটনা জানায় নাবালিকা। পুলিসের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। তদন্তে নেমে সাত জনকে গ্রেফতার করে পুলিস।  একজনের খোঁজ চলছে। 

আরও পড়ুন: Modi-Biden Meet: রাশিয়ার তেল আমদানি নিয়ে বাড়তে চলেছে চাপ! কাল বৈঠকে মোদী-বাইডেন

আরও পড়ুন: Viral Video: জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে 'দ্বন্দ্ব', বিমানে কংগ্রেস নেত্রীর সঙ্গে স্মৃতির 'বাকযুদ্ধ'

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.