Minor Girl Molestation: বাড়িতে পড়তে ডেকে ছাত্রীর সঙ্গে 'অসভ্যতা', নাবালিকা মুখ খুলতেই...

নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

Updated By: Apr 14, 2022, 11:13 PM IST
Minor Girl Molestation: বাড়িতে পড়তে ডেকে ছাত্রীর সঙ্গে 'অসভ্যতা', নাবালিকা মুখ খুলতেই...

নিজস্ব প্রতিবেদন: এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে পড়তে ডেকে, পড়া বোঝানোর ছলে ওই ছাত্রীর শ্লীলতাহানি করেছে সে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ পুলিসের। 

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। অভিযোগ, বাড়িতে পড়তে ডেকে ছলে-বলে-কৌশলে ছাত্রীর শ্লীলতাহানি করে ওই শিক্ষক। বাড়ি ফিরে তার কুকীর্তির কথা পরিবারের সকলকে জানিয়ে দেয় ওই নাবালিকা। ক্ষেপে ওঠে পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে তারা পুলিসের দ্বারস্থ হয়। 

অভিযেগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। POSCO আইনে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিস। 

আরও পড়ুন: Mohan Bhagwat on Akhand Bharat: "১০ থেকে ১৫ বছরে 'অখণ্ড ভারত'-এর স্বপ্নপূরণ হবে", ঘোষণা মোহন ভগবতের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.