চেন্নাই সেন্ট্রাল স্টেশনে জোড়া বিস্ফোরণে নিহত ১, আহত অন্তত ১০

চেন্নাই রেল স্টেশনে ছোটখাট বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন।

Updated By: May 1, 2014, 09:56 AM IST

চেন্নাই রেল সেন্ট্রাল স্টেশনে জোড়া বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা সঙ্কটজনক। প্রাণ হারিয়েছেন এক বছর ২২-এর এক মহিলা। লোকসভা নির্বাচনের আগে এই বিস্ফোরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

আজ সকাল ৭টা ৩০ নাগাদ ৯ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যাঙ্গালোর-গৌহাটি এক্সপ্রেসে বিস্ফোরণটি হয়। সূত্রে খবর ট্রেনটির ৫টা ৩০ নাগাদ চেন্নাই স্টেশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ট্রেনটি ১ ঘণ্টা ২৫ মিনিট দেরীতে চলছিল। আপাতত চেন্নাই স্টেশনে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে।

পুলিস ঘটনাস্থলে পৌঁছে গেছে।

আহতদের রাজীব গান্ধী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সন্দেহভাজন একজনকে পুলিস আটক করেছে। তার জিজ্ঞসাবাদ চলছে।

.