কর্মীরা অফিসে বসে পর্নসাইট দেখায় বারবার নষ্ট হচ্ছে কম্পিউটার, দাবি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব পদে আসীন ছিলেন জিকে পিল্লাই।
নিজস্ব প্রতিবেদন : অফিসে বসে পর্ন সাইট দেখছেন নিচু তলার বেশ কিছু কর্মী। আর তাতেই বার বার ভাইরাসে আক্রান্ত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের কম্পিউটার নেটওয়ার্ক। বিস্ফোরক দাবি প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাইয়ের। তিনি বলেন, ৬০ দিন অন্তর ভাইরাসে ভরে যেত সমস্ত কম্পিউটার।
বর্তমানে ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া(ডিএসসিআই)-এর চেয়ারম্যান পিল্লাই। তিনি বলেন, প্রতিটি সংস্থার উচিত সাইবার নিরাপত্তা বজায় রাখা নির্দিষ্টভাবে।
আরও পড়ুন- নোট বাতিলের পরিকল্পনা জানতাম, বারণও করেছিলাম, বিস্ফোরক রঘুরাম
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব পদে আসীন ছিলেন জিকে পিল্লাই। বুধবার দিল্লিতে ফিনসেক কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমার কার্যতালে মন্ত্রকের আধিকারিকরা প্রায় প্রতিদিনই রাত পর্যন্ত মিটিংয়ে ব্যস্ত থাকতেন। অথচ, বৈঠক শেষ না-হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন দফতরের নিচু তলার কর্মীরা। সেই সুযোগেই দফতরের কম্পিউটারে পর্নসাইট খুলে দেখতেন তাঁরা। ডাউনলোড করতেন বহু অপ্রয়োজনীয় জিনিস। ডাউনলোডের সময় অনেক ক্ষেত্রেই ভয়ঙ্কর ভাইরাস অ্যাটাকের শিকার হত কম্পিউটারগুলি।
বিষয়টিকে এবার গুরুত্বসহকারে দেখার পরামর্শ দিয়েছেন জি কে পিল্লাই। সম্প্রতি কেমব্রিজ অ্যানালিটিকা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হওয়ার পরই কেন্দ্রের একাধিক দফতরের ওয়েবসাইট নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।