তারিখ বদলে দেদার বিকোচ্ছে মেয়াদ পেরিয়া যাওয়া দুধের প্যাকেট

Updated By: Dec 25, 2014, 11:54 PM IST
তারিখ বদলে দেদার বিকোচ্ছে মেয়াদ পেরিয়া যাওয়া দুধের প্যাকেট

পেরিয়ে যাওয়া তারিখ বদল হচ্ছে অনায়াসেই। এমন শুনেছেন কখনও? হ্যাঁ এটাই সত্যি। তারিখ বদল করেই চলছে প্যাকেট দুধের রমরমা কারবার। মেয়াদ অতিক্রান্ত দুধের প্যাকেট পৌছে যাচ্ছে রোগী থেকে শিশু, সবার কাছে।

মেয়াদ পেরিয়ে গিয়েছে। তাতে কী? থিনার যুক্ত স্প্রে আছে তো। স্প্রে করে একটু মুছে নিলেই মেয়াদ পেরিয়ে যাওয়ার চিহ্নটাই ভ্যানিস। এরপর আবার ছাপ। তারিখ বদল। এমনই ব্যবসা নাকি ফেঁদেছে এক শ্রেণির প্যাকেট দুধের অসাধু ডিলার। অনায়াসেই তারা বদলে দিচ্ছেন মেয়াদ পেড়িয়ে যাওয়া দুধের তারিখ। এই কীর্তিই ধরে ফেলেছে রাজ্যের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুধু তাই নয়। আরও ভয়ের কথা শোনাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এই দুধের প্যাকেটই তো বিক্রি হয়ে যায় হাসপাতালে হাসপাতালে। এই দুধই তো পান করে শিশু থেকে বৃদ্ধ। সুষম আহারেও ভেজাল? থেমে থাকতে পারেননি ওই সমাজকর্মী। তিনি সোজা দ্বারস্থ হয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের। তবে সদুত্তর মেলেনি।

 

.