বাড়ি ফেরার দাবিতে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিসের

গয়না ও বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে পরিচিত সুরাতে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের বাস, যার ৯০ শতাংশই ওড়িশা থেকে গিয়েছেন। লকডাউনে রোজগারপাতি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। 

Updated By: May 9, 2020, 10:08 PM IST
বাড়ি ফেরার দাবিতে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিসের

নিজস্ব প্রতিবেদন: পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ থামাতে সুরাতে কাঁদানে গ্যাসের সেল ফাটালো পুলিস। পরিস্থিতি সামলাতে বিক্ষোভকারীদের ওপর বেধরক লাঠিচার্জ করা হয়। গয়না ও বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে পরিচিত সুরাতে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকের বাস, যার ৯০ শতাংশই ওড়িশা থেকে গিয়েছেন। লকডাউনে রোজগারপাতি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। 

আরও পড়ুন: করোনা চিকিৎসার সুবিধার্থে নয়া কৌশল, ফাইট ম্যাপ তৈরি করল কলকাতা মেডিক্যাল

এই অবস্থায় কোনও রকমে যাতে বাড়ি পৌঁছতে পারেন, তার জন্যই রাস্তায় নেমে আসেন বহু মানুষ। পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠাতে অবশ্য বিশেষ ট্রেনেরও বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু ওড়িশা সরকার হাইকোর্টের নির্দেশে সেই ট্রেন বাতিল করে দেয়। এরপরেই বাড়ি ফেরার দাবিতে বিক্ষোভে নামেন সুরাতে কর্মরত ওড়িশার মানুষজন।

.