ট্রাকে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, বাবার দেহ আগলে রাস্তায় বসে তিন শিশু

মৃতদেহ ও তিন সন্তানকে রাস্তার ধারেই ছেড়ে চলে যায় ওই ট্রাক চালক।

Updated By: May 18, 2020, 08:40 PM IST
ট্রাকে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, বাবার দেহ আগলে রাস্তায় বসে  তিন শিশু

নিজস্ব প্রতিবেদন: রাস্তায় পড়ে রইল পরিযায়ী শ্রমিকের নিথর দেহ। পাশে তিন শিশু। করোনা আবহে এরকম নিষ্ঠুর বাস্তবের সাক্ষী থাকল মধ্যপ্রদেশের করেরা পৌরসভা অঞ্চল। একটি ট্রাকে চেপে তিন সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক পরিযায়ী শ্রমিক। পথে ট্রাকের মধ্যেই প্রাণ হারান তিনি। তারপর সেই মৃতদেহ ও তিন সন্তানকে রাস্তার ধারেই ছেড়ে চলে যায় ওই ট্রাক চালক।করোনা মোকাবিলায় লকডাউন জারি হওয়ার পর থেকেই করোনায় মৃত্যুর সঙ্গে সঙ্গেই খবরের শিরোনামে উঠে এসেছে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর।

আরও পড়ুন: ইনফ্লুয়েঞ্জার মতে উপসর্গ থাকলেই হবে করোনা টেস্ট!

কাজ নেই, রোজগার নেই! অনেকের মাথা গোঁজার ছাদটুকুও নেই, তাই হাজার হাজার কিলোমিটার হেঁটে বাড়ি ফেরার দু:সাহস দেখিয়েছেন বহু পরিযায়ী শ্রমিক। অনেকে পেরেছেন, অনেকে পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সারা দেশ ঔরঙ্গাবাদে মালগাড়ির চাপায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর হৃদয়বিদারক খবর পেয়েছে। ফের মৃত্যু। করেরার তেহশিলদার গৌরিশংকর বাইড়ওয়া জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকের একটি দল ট্রাকে চেপে মুম্বই থেকে আজ়মগঢ় ফিরছিল। ওই ট্রাকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তেহশিলদার গৌরিশংকর বাইড়ওয়া এ-ও জানিয়েছেন যে তিনি কালেক্টেরকে সব কথা বলেছেন। এবং এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে।

.