রাজস্থানে ভেঙে পড়ল মিগ-২১, মৃত পাইলট

রাজস্থানে উত্তরলাই বিমানঘাঁটিতে অবতরণের মুখে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধ বিমান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট। বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। রুটিন ট্রেনিংয়ের জন্য ফ্লাইট লেফটেন্যান্টকে এয়ারবেস থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি। অবতরণের সময় ঘটে দুর্ঘটনা। প্রতিরক্ষা মন্ত্রকের মুখাপাত্র যোধপুরের কর্নেল এস ডি গোস্বামী জানিয়েছেন, দুর্ঘটনার পিছনের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Updated By: Jul 15, 2013, 04:43 PM IST

রাজস্থানে উত্তরলাই বিমানঘাঁটিতে অবতরণের মুখে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধ বিমান। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট। বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। রুটিন ট্রেনিংয়ের জন্য ফ্লাইট লেফটেন্যান্টকে এয়ারবেস থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি। অবতরণের সময় ঘটে দুর্ঘটনা। প্রতিরক্ষা মন্ত্রকের মুখাপাত্র যোধপুরের কর্নেল এস ডি গোস্বামী জানিয়েছেন, দুর্ঘটনার পিছনের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
গত মাসেও ঠিক একই ভাবে একই বিমানঘাঁটিতে ভেঙে পড়েছিল একটি মিগ-২১ বিমান। যদিও সেবার প্রাণে বেঁচে গিয়েছিলেন পাইলট। এই বছর এই বছর মোট ৬টি যুদ্ধবিমন দুর্ঘটনার কবলে পড়ল। এর আগে একটি করে মিগ-২৯, মিগ-২৭, সু-৩০এমকেআই ও মি-১৭ভি৫ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।

.