বিহার মিড ডে মিল কাণ্ড: ষড়যন্ত্রের আভাস দেখছেন নীতীশ

বিহারের মর্মান্তিক মিড ডে মিল কাণ্ডে ষড়যন্ত্রের গন্ধ পেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর সঙ্গেই সরাসরি অভিযোগ তুললেন বিজেপি ও আরজেডির গোপন আঁতাতের। জানালেন এই দুর্ভাগ্যজনক ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এই দুই দল।

Updated By: Jul 23, 2013, 01:15 PM IST

বিহারের মর্মান্তিক মিড ডে মিল কাণ্ডে ষড়যন্ত্রের গন্ধ পেলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর সঙ্গেই সরাসরি অভিযোগ তুললেন বিজেপি ও আরজেডির গোপন আঁতাতের। জানালেন এই দুর্ভাগ্যজনক ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে এই দুই দল।
সোমবার ২০১৪ লোকসভা নির্বাচন নিয়ে দলীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠকে নীতীশ জানান `` গত সপ্তাহে সারানের স্কুলের মর্মান্তিক ঘটনার ফরেন্সিক রিপোর্টে মিড ডে মিলে কীটনাশকের স্পষ্ট প্রমাণ মিলেছে। এই রিপোর্ট প্রমাণ করল আমরা এই ঘটনার পিছনে ষড়যন্ত্রের যে আভাস পেয়েছিলাম সেটা সত্যি।``
বুদ্ধ গয়ায় বিস্ফোরণ এবং ছাপরার মিড ডে মিল কাণ্ডের পর একই দিনে বিহারে বন্ধ ডেকে ছিল বিজেপি ও আরজেডি। দুই ক্ষেত্রেই একই দিনে বন্ধ ঘোষণা এই দুই দলের গোপন আঁতাতের প্রমাণ বলে মন্তব্য করেছেন নীতিশ কুমার।
এর সঙ্গেই যোগ করে তিনি বলেন তাঁর সরকারকে বিপদে ফেলতে বিরোধীরা এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটবে বলে তিনি আশঙ্কা করছেন।
প্রসঙ্গত, ছাপরায় মিড ডে মিল খেয়ে ২৩ শিশুর মৃত্যুর পর প্রথমবার এই প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন নীতিশ।

.