মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিদর্ভপন্থী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ

বরাবরই মহারাষ্ট্র ভেঙে পৃথক বিদর্ভ তৈরির পক্ষে সরব তিনি। এবারে অখণ্ড মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দৌড়েও এগিয়ে সেই বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। পৃথক রাজ্যের দাবি সমর্থন করেই বিদর্ভে বাজিমাত করেছে বিজেপি। তবে রাজ্য বিজেপি চাইলেও কিন্তু রাজ্যভাগের বিরোধী কেন্দ্রীয় নেতৃত্ব। তাই মুখ্যমন্ত্রী হলে আপাতত কেন্দ্র ও রাজ্যের দ্বিমুখী অবস্থানের মাঝেই ভারসাম্য রেখে চলতে হবে দেবেন্দ্র ফড়নবীশকে।দিল্লিতে নরেন্দ্র, মুম্বাইয়ে দেবেন্দ্র। ভোটের আগেই স্লোগানটা উঠেছিল।  মহারাষ্ট্র ভোট শেষে দেখে যাচ্ছে এবারে সেই স্লোগান সত্যি হওয়ার পালা। অনেকেরই মতে মারাঠা মুলকে সরকার তৈরিতে জোট-সমীকরণ যাই হোক, মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ।

Updated By: Oct 21, 2014, 09:21 AM IST
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে বিদর্ভপন্থী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ

মুম্বই: বরাবরই মহারাষ্ট্র ভেঙে পৃথক বিদর্ভ তৈরির পক্ষে সরব তিনি। এবারে অখণ্ড মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দৌড়েও এগিয়ে সেই বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ। পৃথক রাজ্যের দাবি সমর্থন করেই বিদর্ভে বাজিমাত করেছে বিজেপি। তবে রাজ্য বিজেপি চাইলেও কিন্তু রাজ্যভাগের বিরোধী কেন্দ্রীয় নেতৃত্ব। তাই মুখ্যমন্ত্রী হলে আপাতত কেন্দ্র ও রাজ্যের দ্বিমুখী অবস্থানের মাঝেই ভারসাম্য রেখে চলতে হবে দেবেন্দ্র ফড়নবীশকে।দিল্লিতে নরেন্দ্র, মুম্বাইয়ে দেবেন্দ্র। ভোটের আগেই স্লোগানটা উঠেছিল।  মহারাষ্ট্র ভোট শেষে দেখে যাচ্ছে এবারে সেই স্লোগান সত্যি হওয়ার পালা। অনেকেরই মতে মারাঠা মুলকে সরকার তৈরিতে জোট-সমীকরণ যাই হোক, মুখ্যমন্ত্রীত্বের দৌড়ে এগিয়ে বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ।
বরাবরই পৃথক বিদর্ভের দাবি নিয়ে চলা এই নেতার উল্কা-বেগে উত্থানের সঙ্গেই মারাঠা রাজনীতির আলোচনায় উঠে আসছে বিদর্ভ-ফ্যাক্টর।

এবারের নির্বাচনে বিদর্ভের ছেষট্টিটি আসনের মধ্যে চুয়াল্লিশটি আসনেই জিতেছে বিজেপি। নীতিগত ভাবে বিজেপি ছোট রাজ্যের পক্ষে। এই অবস্থানের জন্যই পৃথক-বিদর্ভের দাবি তোলা মানুষের একতরফা সমর্থন পেয়েছে বিজেপি। তবে ক্ষমতায় বসে বিজেপি যে মহারাষ্ট্র ভাগের পথে হাঁটবে না তা আগেই বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের একাধিক জনসভায় অখণ্ড-মহারাষ্ট্রের পক্ষেই সওয়াল করেছেন প্রধানমন্ত্রী।

অর্থাত্ এই মূহূর্তে বিদর্ভ ইস্যুতে মহারাষ্ট্রের বিজেপি নেতাদের থেকে সম্পূর্ণ উল্টো অবস্থানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

বিজেপিতে রাজ্য ও কেন্দ্রের এই দ্বিমুখী অবস্থানের সঙ্গেই পশ্চিমবঙ্গের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। এরাজ্যেও গোর্খাজনমুক্তি মোর্চার পৃথক রাজ্যের দাবি সমর্থন করেছে বিজেপি। সেই বোঝাপড়ায় ভিত্তিতেই মোর্চার সমর্থনে এরাজ্য থেকে দু দফায় বিজেপি প্রার্থী লোকসভায় নির্বাচিতও হয়েছেন। কিন্তু রাজ্য রাজনীতির বাধ্যবাধকতার কারণে কখনই মোর্চার দাবিকে সমর্থন জানাতে পারেনি পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা।

তাই বিশেষজ্ঞদের মতে এবারে মহারাষ্ট্রেও সেই একই পথে হাঁটতে চলেছে বিজেপি। বিদর্ভের ভোটব্যাঙ্ক ধরে রাখতে পৃথক রাজ্যের দাবিকে সমর্থন করবে রাজ্য বিজেপি। কিন্তু সেই আন্দোলনের হাত ধরে উঠে আসা দেবেন্দ্র ফড়নবীশই মুখ্যমন্ত্রীর আসনে বসে চলবেন কেন্দ্রীয় নেতৃত্বের অখণ্ড মহারাষ্ট্রের স্লোগানকে সামনে নিয়ে।

 

.