দেখা দিল বিরল প্রজাতির কালো বাঘ! গোটা দেশে রয়েছে আর মাত্র সাত-আটটি

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের সৌভাগ্য হয়েছে সেই বিরল প্রজাতির সেই কালো বাঘের ছবি তোলার।

Updated By: Nov 6, 2020, 11:27 AM IST
দেখা দিল বিরল প্রজাতির কালো বাঘ! গোটা দেশে রয়েছে আর মাত্র সাত-আটটি

নিজস্ব প্রতিবেদন- ব্রাজিলের কালো বাঘ। আপনারা অনেকেই হয়তো রোমহর্ষক সেই গল্প পড়েছেন। কালো রঙের বাঘের ছবিও মনে মনে এঁকেছেন। তবে বাস্তবে কালো বাঘ দেখার সৌভাগ্য সবার হয় না। সারা দেশে এখন আর মাত্র সাত-আটটি কালো বাঘ রয়েছে। আর এবার তাদের মধ্যে একটি দেখা দিল ওড়িশায়। সৌমেন বাজপয়ী নামের এক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের সৌভাগ্য হয়েছে সেই বিরল প্রজাতির সেই কালো বাঘের ছবি তোলার। তাঁর সেই ছবি দেখে পশুপ্রেমীরা দারুন উত্সাহিত বোধ করছেন। এমন ছবি তো আর রোজ রোজ দেখা যায় না।

ওড়িশায় এই বিরল প্রজাতির কালো বাঘ আগেও দেখা গিয়েছিল। রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে এই বাঘ আকারে কিছুটা ছোট। সারা দেশে এখন Melanistic Tiger-এর সংখ্যা সাত থেকে আটটি। ফলে বুঝতেই পারছেন, এই বাঘের দেখা পাওয়া কিন্তু চাট্টিখানি কথা নয়। তবে শকের ফটোগ্রাফার সৌমেন বাজপেয়ী সেই বাঘের দেখা পেলেন। আর তিনি বেজায় খুশি। 

আরও পড়ুন-  ২৮ ঘণ্টা ধরে দুশো ফিট গভীর কুয়োয় আটকে পাঁচ বছরের বাচ্চা, উদ্ধারে সেনা, NDRF

বাঘের সংখ্যার বিচার করলে ভারত সবার আগে থাকা দেশ। বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশ পাওয়া যায় ভারতে। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সাদা ও কালো বাঘও দেখা যায় আমাদের দেশে। মধ্যপ্রদেশের পান্না ও পার্শ্ববর্তী এলাকাতে দেখা যায় সাদা বাঘ। বিশেষজ্ঞরা মনে করেন, জেনেটিক ডিফেক্ট-এর কারণে কিছু বাঘের রঙ কালো হয়। ১৯৯০ সালে প্রথমবার কালো বাঘ এদেশে দেখা গিয়েছিল। তার আগে এদেশে কালো রঙের বাঘ দেখা যায়নি। Wildlife Institute of India-র তরফে জানানো হয়েছিল, ওড়িশাতেই সাত বা আটটি কালো বাঘ রয়েছে। ২০১৮ সালে শেষবার দেশে কালো বাঘের সংখ্যা গোনা হয়েছিল। তবে এখন চোরাশিকারিদের উতপাতে এই বিরল প্রজাতির বাঘের অস্তিত্ব বিপন্ন।

.