বন্যায় বিধ্বস্ত কেরল, বন্ধ রেল-বিমান পরিষেবা, মৃত বেড়ে ৭৯
কেরলের পাথনমথিটা, এরনাকুলম, ইদুকি, মালাপুরম, পালাকাদ, থ্রিসুর এলাকায় লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অফিস। পাশাপাশি, আলাফুজা, কোলাম, কোটায়মে কমলা সতর্কতা করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: প্রবল বৃষ্টির জেরে কাবু কেরল। এতটাই শোচনীয় অবস্থা উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্টও। ভয়াবহ বন্যায় কেরলে মৃত বেড়ে দাঁড়াল ৭৯। বিপদসীমার উপর দিয়ে বইছে বেশ কিছু নদী। ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি। বিভিন্ন জায়গায় ধসের কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে তড়তড়িয়ে।
আরও পড়ুন- উমর খালিদের ওপর হামলা চালিয়েছি আমরাই, ভিডিয়ো মেসেজে দায় নিল ২ যুবক
কেরলের পাথনমথিটা, এরনাকুলম, ইদুকি, মালাপুরম, পালাকাদ, থ্রিসুর এলাকায় লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অফিস। পাশাপাশি, আলাফুজা, কোলাম, কোটায়মে কমলা সতর্কতা করা হয়েছে। অত্যাধিক বৃষ্টির জেরে ২৬ অগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে কোচি বিমানবন্দর। ভারতের বিমান কর্তৃপক্ষ তরফে জানানো হয়েছে কেরলের পরিস্থিতির উপর সর্বক্ষণ লক্ষ রাখা হচ্ছে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনও পরবর্তী পদক্ষেপ করা হবে না। তবে, বিমান কর্তৃপক্ষের তরফে এটাও জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী শনিবার বিমান চলাচল অনুমতি দেওয়া হতে পারে।
আরও পড়ুন- রাজনীতির বাইরে 'রঙিন' বাজপেয়ী, দেখুন ভিডিও
বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ রেলওয়ে-ও। বেঙ্গালুরু থেকে কেরল রুটে সমস্ত ট্রেনই বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। বন্যা এবং ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেললাইন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিজি সঞ্জয় কুমার জানান, কেরলের ৭টি জেলায় যুদ্ধকালীন পরিস্থিতি উদ্ধারকার্য চালাচ্ছে সেনা। ১৪টি বাহিনী সেখানে নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার আরও ১২টি বাহিনী পাঠানোর হচ্ছে বলে জানান সঞ্জয় কুমার।
আরও পড়ুন- বাজপেয়ীকে সেদিন জড়িয়ে ধরেছিলেন মোদী
কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে জাতীয় দুর্যোগ কমিটি বৃহস্পতিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। পরিস্থিতি খতিয়ে দেখছেন স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা সচিবও। জানা যাচ্ছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পানীয় জলের সঙ্কট বেড়েছে বিভিন্ন এলাকায়। চালাকুদি, পেরিয়ার, আলুভা নদী তীর থেকে প্রায় দেড় কিলোমিটারে মধ্যে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই নদীগুলিও বিপদসীমার উপর জল বওয়ার আশঙ্কা রয়েছে। কেরলের পাশে দাঁড়িয়েছে অন্যান্য রাজ্যও। কেরলকে ৫ কোটি টাকার ত্রাণ পাঠানোর বার্তা দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারত-তীব্বত সীমান্তের সেনাও।