বিহারে জোড়া মাওবাদী হামলা, ব্যাহত ট্রেন চলাচল
Updated By: Aug 3, 2017, 08:53 AM IST
ওয়েব ডেস্ক: বিহারে জোড়া মাওবাদী হানা। জামুইয়ে মাওবাদী আতঙ্ক। মননপুর ও ভালুই স্টেশনের মাঝখানে গোপালপুর থেকে গেটম্যানকে অপহরণ মাওবাদীদের। রাত থেকে ব্যাহত ট্রেন চলাচল। ৭ ঘণ্টা পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু হলেও এখনও বন্ধ ডাউন লাইনের ট্রেন চলাচল। ভালুইয়ে আটকে একাধিক এক্সপ্রেস ট্রেন। রাজেন্দ্রনগর, বিভূতি, টাটা-ছাপড়া এক্সপ্রেস সহ একাধিক ট্রেন আটকে। আপ লাইন খোলা হলেও স্বাভাবিক হয়নি পরিষেবা। ডাউন লাইন এখনও বন্ধ থাকায় চরম অসুবিধায় যাত্রীরা।
অন্যদিকে, লক্ষ্মীসরাইয়ে পুলিস-মাওবাদী গুলির লড়াই। জ্বালিয়ে দেওয়া হল মোবাইল ফোনের টাওয়ারও। হামলার ঘটনায় যুক্ত ১৫-২০ জনের মাওবাদীর স্কোয়াড। প্রাথমিকভাবে মনে করছে পুলিস। ২৮ জুলাই-৩ অগাস্ট পর্যন্ত শহিদ দিবস পালন করছে মাওবাদীরা।