বলিউড নয়, ডাক্তারিতেই বেশি আগ্রহ মিস ওয়ার্ল্ডের!
ভবিষ্যৎ-এ ডাক্তারিকেই পেশা হিসাবে বেছে নিতে চান। দেশে ফেরার পর সোমবার সাংবাদিক বৈঠকে কেরিয়ার নিয়ে নিজের অবস্থানকে প্রথমবার স্পষ্ট করলেন মিস ওয়ার্ল্ড ২০১৭। দীর্ঘ ১৭ বছর পর তাঁর হাত ধরেই ভারতে মিস ওয়ার্ল্ডের মুকুট এলেও মানুষী স্পষ্ট জানান, প্রথমে তিনি নিজের পড়াশোনা শেষ করতে চান।
নিজস্ব প্রতিবেদন: ভবিষ্যৎ-এ ডাক্তারিকেই পেশা হিসাবে বেছে নিতে চান। দেশে ফেরার পর সোমবার সাংবাদিক বৈঠকে কেরিয়ার নিয়ে নিজের অবস্থানকে প্রথমবার স্পষ্ট করলেন মিস ওয়ার্ল্ড ২০১৭। দীর্ঘ ১৭ বছর পর তাঁর হাত ধরেই ভারতে মিস ওয়ার্ল্ডের মুকুট এলেও মানুষী স্পষ্ট জানান, প্রথমে তিনি নিজের পড়াশোনা শেষ করতে চান।
সোমবার মানুষীকে প্রশ্ন করা হয় সোশ্যাল ওয়ার্ক নাকি অভিনয়? কোনটাকে বেছে নিতে চান তিনি? উত্তরে মিস ওয়ার্ল্ড বলেন, আসলে এই তিন ধরনেরর কাজেই যুক্ত থাকা মানুষী আসলে একজনই। তিনি সব কাজই করবেন, তবে অবশ্যই তিনি প্রথমে ডাক্তার হতে চান।
#WATCH: #MissWorld2017 #ManushiChhillar addresses the media in Mumbai. https://t.co/w1nA4QwONE
— ANI (@ANI) November 27, 2017
#WATCH via ANI FB: #MissWorld2017 #ManushiChhillar addresses the media in Mumbai https://t.co/3mo97GEPcV pic.twitter.com/xaCnbQdmFt
— ANI (@ANI) November 27, 2017
প্রসঙ্গত, ২১ বছরের মানুষী হরিয়ানার সোনিপথের বিপিএস মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ডাক্তারি ছাত্রী। তবে অভিনয় করার ইচ্ছে যে তাঁর একেবারেই নেই তেমনটাও অবশ্য নয়। আর তাঁর সে ইচ্ছের কথা স্পষ্ট হয়েছে মানুষীর কথাতেই। তিনি বলেন, বলিউডে আমির খানের সঙ্গে কাজ করতে পারলে খুব খুশি হবেন তিনি। আর তাঁর পছন্দের অভিনেত্রীর নাম বলতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার কথা বলেন মানুষী।
All the actors are very beautiful & talented but I would like to work with Aamir Khan. I think he has really challenging roles to give & his movies give a message & connect with the society. My personal favorite actress is Priyanka Chopra.: #MissWorld2017 Manushi Chhillar pic.twitter.com/Q3QT6sBX1C
— ANI (@ANI) November 27, 2017
এদিকে হরিয়ানা সরকার তাঁকে যে 'বেটি বাঁচাও, বেটি পড়াও' কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার প্রস্তাব দিয়েছে তাকে এদিন সাদরে গ্রহণ করেন মিস ওয়ার্ল্ড। মানুষী বলেন, তিনি এই বিশেষ প্রকল্পের অংশ হতে পারলে গর্বিত বোধ করবেন।
I am very grateful to the govt of Haryana for all the privileges they are offering to me & one of them is of a position that I can take at a govt office & I would really like to contribute to the 'Beti Bachao Beti Padhao' Aandolan: #MissWorld2017 Manushi Chhillar pic.twitter.com/H8fgQZZKU9
— ANI (@ANI) November 27, 2017
There's one thing Indian women have in common. We don't feel persecuted of who we're & face challenges head on. We do feel it's not women friendly society but as individuals we set examples & make women confident : #MissWorld2017 Manushi Chhillar on Deepika Padukone #Padmavati pic.twitter.com/hgVrSbw8Zz
— ANI (@ANI) November 27, 2017
আরও পড়ুন- সৌন্দর্যে বিশ্ব জয় করে দেশে ফিরলেন মানুষী