প্যারোলে মুক্ত মনু শর্মা

প্যরোলে ছাড়া পেলেন জেসিকা লাল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনু শর্মা। আজ মনু শর্মার পাঁচদিনের প্যারোলের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট।

Updated By: Nov 16, 2011, 12:20 PM IST

প্যরোলে ছাড়া পেলেন জেসিকা লাল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনু শর্মা। আজ মনু শর্মার পাঁচদিনের প্যারোলের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। ছোট ভাইয়ের বিয়ের
অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ওই প্যারোলের আবেদন করেছিল তিহার জেলে বন্দি মনু শর্মা। হাইকোর্টের নির্দেশ মতো ২১ থেকে ২৫ নভেম্বর প্যারোল চলাকালীন চণ্ডীগড়, কার্নাল আর আম্বালার বাইরে যেতে পারবে না মনু শর্মা। রয়েছে নাইটক্লাব এবং ডিস্কোথেকে যাওয়ার উপর নিষেধাজ্ঞাও। প্যারোলের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে তিহার জেলের সুপারিনটেনডেন্টের কাছে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ভিকে সালি।

.