পাকিস্তানকে ফের হুঁশিয়ারি মনোহর পার্রিকরের
সীমান্ত সন্ত্রাস ও সন্ত্রাসবাদ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েক মাস ধরেই চলছে উত্তেজনা। কখনও তা চাপা, আবার কখনও প্রকাশ্যেই চলছে সেই উত্তেজনা। আর তার মাঝেই ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। দিন কয়েক আগেই গোয়াতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, কীভাবে শত্রপক্ষের চোখ উপড়ে নিতে হয় তা ভারত জানে। আর এবার সেখান থেকে কিছুটা সরে এসে আজ জানিয়ে দেন, ""ভারত যুদ্ধে ভয় পায় না, তবে শান্তি চায়।''
ওয়েব ডেস্ক : সীমান্ত সন্ত্রাস ও সন্ত্রাসবাদ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েক মাস ধরেই চলছে উত্তেজনা। কখনও তা চাপা, আবার কখনও প্রকাশ্যেই চলছে সেই উত্তেজনা। আর তার মাঝেই ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকর। দিন কয়েক আগেই গোয়াতে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করেই পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, কীভাবে শত্রপক্ষের চোখ উপড়ে নিতে হয় তা ভারত জানে। আর এবার সেখান থেকে কিছুটা সরে এসে আজ জানিয়ে দেন, ""ভারত যুদ্ধে ভয় পায় না, তবে শান্তি চায়।''
আরও পড়ুন- হার্ট অফ এশিয়া কনফারেন্সের আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক পাক বিদেশ সচিবের
তিনি বলেন, ""ভারত কোনও দিনই যুদ্ধে ভয় পায় না। তবে যুদ্ধই চায় না। শান্তি চায়।'' যদিও, সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, ""যারা যুদ্ধের ভয়ে সমঝোতা করে, তারা কাপুরুষ। আর আমরা নিজেদের কাপুরুষ বলতে রাজি নই।'' ভারতের সামরিক শক্তি বৃদ্ধির পক্ষে বারবার সওয়াল করেছেন পর্রীকর। আজও একই ভাবে এই প্রসঙ্গে তিনি কথা বলেন।