‘দেশে ফের খুলছে সবকিছু, এখন আমাদের আরও সতর্ক থাকতে হবে’
আমাদের অসতর্ক হওয়া চলবে না। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। অন্যান্য সাবধানতাও মেনে চলতে হবে।
নিজস্ব প্রতিবেদন: সোমবার ১ জুন থেকে শুধুমাত্র দেশের কনটেনমেন্ট এলাকাতেই থাকছে লকডাউন। বাকি অংশে ধাপে ধাপে শুরু হবে স্বাভাবিক কাজকর্ম। তার আগেই দেশবাসীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী তাঁর মাসিক রেডিও ভাষণ মন কি বাত অনুষ্ঠানে আজ বলেন
# দেশের বড় অংশে কাল থেকে অর্থনৈতিক সব কাজকর্ম শুরু হবে। আর এই সময়টাতেই আমাদের আরও সতর্ক থাকতে হবে।
Last week, I went to West Bengal & Odisha to take stock of situation after super cyclone Amphan hit the states. Cyclone destroyed many houses, trees & farmers suffered huge loss. The courage & will with which these people have faced cyclone is commendable: PM Modi in #MannKiBaat pic.twitter.com/eL02ji1yfP
— ANI (@ANI) May 31, 2020
আরও পড়ুন-চতুর্থ দফায় লকডাউন শেষে ৫ হাজার ছাড়ল করোনায় মৃত্যু, আক্রান্ত ১.৮ লক্ষ
# শেষবার যখন বক্তব্য রেখেছিলাম তখন বিমান বন্ধ ছিল। এখন সব নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। এইসময় আমাদের অসতর্ক হওয়া চলবে না। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। অন্যান্য সাবধানতাও মেনে চলতে হবে।
# আমরা অনেক চ্যালেঞ্জ নিয়েছি। তার পরেও যেসব দেশের জনসংখ্যা কম তাদের তুলনায় আমরা করোনা ভাইরাসকে অনেকটাই আটকে রাখতে পেরেছি।
# পরিযায়ী শ্রমিকদের কষ্ট বর্ণনা করতে পারব না। সরকার ওঁদের জন্যে যতটা সম্ভব করেছে।
# ভারতের জনসংখ্যা বিশাল তাই চ্যালেঞ্জটাও অনেক বড়।
# অন্য দেশের দিকে তাকালে আমরা করোনার বিরুদ্ধে কতটা লড়াই করতে পেরেছি তা বোঝা যায়। অন্য দেশের মতো এখানে দ্রুত করোনা ছড়িয়ে পড়েনি।
আরও পড়ুন-দিদির সঙ্গে বসে আড্ডা, আবাসনের ব্যালকনি ভেঙে পড়ে মৃত্যু বোনের
# গত সপ্তাহে পশ্চিমবঙ্গ ও ওড়িশা গিয়ে আমফানের তাণ্ডব দেখে এলাম। সাইক্লোনে বহু ঘরবাড়ি ভেঙেছে, গাছ ভেঙেছে, চাষিদের বিপুল ক্ষতি হয়েছে। যে সাহসের সঙ্গে মানুষ ঝড়ের মোকাবিলা করেছে তা প্রশংসার যোগ্য।
# দেশের পূর্বাঞ্চলের শ্রমিকদের যন্ত্রণা বুঝি। ওরা আামাদের দেশের চালিকাশক্তির একটি বড় অংশ।