পাক মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করে বিতর্কে মণিশঙ্কর আইয়ার
পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ফের বিতর্কিত মন্তব্য মণিশঙ্কর আইয়ারের।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক নির্বাচনের আগে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে হিন্দুত্ব নিয়ে বিজেপিকে নিশানা করলেন মণিশঙ্কর আইয়ার। কয়েক মাস আগে গুজরাট বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে 'নীচ' বলায় কংগ্রেস থেকে সাসপেন্ড হতে হয়েছিল মণিশঙ্কর আইয়ারকে।
বিনায়ক সাভারকরের প্রসঙ্গ টেনে লাহোরে একটি অনুষ্ঠানে মণিশঙ্কর বলেন, '' ভারত বর্তমানে বিপথগামী রাষ্ট্র। ১৯২৩ সালে সাভারকর নামে এক ব্যক্তি 'হিন্দুত্বে'র জন্ম দিয়েছিলেন। কোনও ধর্মীয়গ্রন্থেই এই শব্দটি নেই। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা সাভারকরই বর্তমানে ভারতের শাসক দলের আদর্শ।''
Present situation in India is an aberration, In 1923 a man called VD Savarkar invented a word which doesn't exist in any religious text, 'Hindutva'. So first proponent of the two nation theory was ideological guru of those who are currently in power in India: MA Aiyar in Lahore pic.twitter.com/2C0ovEPRBI
— ANI (@ANI) May 7, 2018
উল্লেখ্য, দিন দুয়েক আগেই মহম্মদ আলি জিন্নাহর স্তুতি করেছেন আইয়ার। আর এ জন্য ইতিমধ্যে দেশে সমালোচনার মুখে পড়েছেন এই সাসপেন্ডেড কংগ্রেস নেতা। এ নিয়ে তিনি বলেন, ''আমি অনেক পাকিস্তানিকে চিনি, যাঁরা এমকে গান্ধীকে মহাত্মা গান্ধী বলেন। তাঁদের কি দেশদ্রোহী বলা হবে?''
তবে এটাই প্রথমবার নয়। অতীতেও বিতর্কিত মন্তব্য করেছেন মণিশঙ্কর আইয়ার। তিনি বলেছিলেন, ''ভারতে যতটা ঘৃণা পান, তার থেকে অনেক বেশি ভালবাসা পান পাকিস্তানে।'' গুজরাট নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে 'নীচ' বলে সম্বোধন করেছিলেন আইয়ার। তাঁর এই মন্তব্যকে হাতিয়ার করে 'গুজরাটি অস্মিতা'কে উসকে দেন গুজরাটের ভূমিপুত্র নরেন্দ্র মোদী। এরপর মণিশঙ্করকে সাসপেন্ড করে কংগ্রেস। তবে তাতে যে লাভ হয়নি, তা ঘনিষ্টমহলে স্বীকার করেছিলেন কংগ্রেস নেতারাই।
আরও পড়ুন- খতম বুরহান ওয়ানির ভাইরাল 'ইয়ং ব্রিগেড'