একলা মানস, সিপিআইএমের সঙ্গে জোটে সায় নেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির

রাহুলের বৈঠকের পর সোনিয়ার বৈঠকখানা। কংগ্রেস হাইকমান্ডে ফের একলা চলার দাবি পেশ করলেন মানস ভুঁইঞা।  

Updated By: Feb 2, 2016, 09:58 PM IST
একলা মানস, সিপিআইএমের সঙ্গে জোটে সায় নেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির

ওয়েব ডেস্ক: রাহুলের বৈঠকের পর সোনিয়ার বৈঠকখানা। কংগ্রেস হাইকমান্ডে ফের একলা চলার দাবি পেশ করলেন মানস ভুঁইঞা।  

মানস ভুঁইঞা হেঁটে বেরোচ্ছেন, মোবাইলে বাজে এই রিংটোন 'যদি তোর ডাক শুনে কেউ না আসে'। রাজনৈতিক জীবনে বহুক্ষেত্রেই তিনি একা। প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন ছিলেন একলা। বিধানসভা ভোটেও একলা চলার পক্ষে।

সোমবার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের আগে প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে একজোট হন প্রদেশ নেতারা। স্থির হয়, সর্বসম্মত ভাবে জোটের পক্ষে সওয়াল করা হবে। কিন্তু, বৈঠকে গিয়ে ফের একলা মানস। সোমবার রাহুল গান্ধীকে মানস ভুঁইঞা বলেন, তৃণমূলের সঙ্গে জোটের  বিরোধী তিনি কিন্তু কংগ্রেসের উচিত একলা চলা। একলা চললে মানসের জেলায় কটি আসন পাবে কংগ্রেস? পাল্টা জানতে চান রাহুল গান্ধী। সূত্রের খবর, এই প্রশ্নের মুখে খানিকটা থমকে যান  মানস  ভুঁইঞা।

তবে থমকে গেলেও থেমে যাননি। মঙ্গলবার সকালে একাএকাই চলে গেলেন দশজনপথে। একঘণ্টা পর বেরোলেন। কী কথা হল? সূত্রের খবর, কংগ্রেস সভানেত্রীর কাছেও একলা চলার দাবিই জানিয়েছেন সবংয়ের বিধায়ক। কিন্তু, নির্বাচনী পাটিগণিত বলছে একলা চললে কংগ্রেসের ক্ষতির সম্ভাবনাই বেশি। তাহলে কেন একথা বলছেন মানস?

তাঁর দাবি ঠিক না ভুল, তার উত্তর দেবে ভবিষ্যত্‍। আপাতত একলা চলার দাবি নিয়ে একাই চলেছেন মানস ভুঁইঞা।

.