পরিবেশ সচেতনতায় গভীর জঙ্গলে বিয়ার গ্রিলসের সঙ্গে দুঃসাহসিক অভিযানে নমো
জনপ্রিয় টিভি শো, ম্যান ভার্সেস ওয়াইল্ডে দেখা যাবে মোদীকে।
নিজস্ব প্রতিবেদন: বনে-জঙ্গলে ঘুরে দুঃসাহসিক অভিযান করে বেড়ান ব্রিটিশ নাগরিক বিয়ার গ্রিলস। দুঃসাহসিক ও দুধর্ষ কাজকর্মের জন্য বিশ্বজুড়ে তাঁর খ্যাতি। আর এক জন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনেও অ্যাডভেঞ্চারের উপাদান নেহাত কম নেই। বিশ্বের এমন দুই ব্যক্তিই এবার একসঙ্গে। বলা ভাল, দুজনে মিলে মোকাবিলা করবেন প্রাকৃতিক প্রতিকূলতার। সৌজন্যে জনপ্রিয় টিভি শো, ম্যান ভার্সেস ওয়াইল্ড। ওই শোয়ে এবার বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা যেতে চলেছে নরেন্দ্র মোদীকে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে শো করেছেন বিয়ার গ্রিলস।
সোমবার বিশেষ এপিসোডের ঘোষণা করেছে সম্প্রচারকারী চ্যানেল। এর পাশাপাশি এপিসোডের একটি টিজার ভিডিয়ো টুইটারে প্রকাশ করেছেন বিয়ার গ্রিলস। উত্তরাখাণ্ডের জিম করবেট ন্যাশানাল পার্কে মোদী-গ্রিলসের কাণ্ডকারখানা দেখতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন। ১২ অগস্ট এপিসোডটি সম্প্রচার করবে ওই চ্যানেলটি।
বিয়ারের প্রকাশ করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, খোশ মেজাজে মোদী। গভীর অরণ্যে অ্যাডভেঞ্চারে মেতেছেন নমো। কখনও গভীর জঙ্গলে বর্শা নিয়ে হাঁটছেন তো কখনও নদীতে ভাসছেন। পাহাড়ি নদীর হাঁড় কাপানো ঠান্ডা জলেও নেমে গেলেন প্রধানমন্ত্রীর। ত্রিপলের ভেলায় ভাসলেন খরস্রোতা নদীর জলে।
People across 180 countries will get to see the unknown side of PM @narendramodi as he ventures into Indian wilderness to create awareness about animal conservation & environmental change. Catch Man Vs Wild with PM Modi @DiscoveryIN on August 12 @ 9 pm. #PMModionDiscovery pic.twitter.com/MW2E6aMleE
— Bear Grylls (@BearGrylls) July 29, 2019
টুইটারে বিয়ার গ্রিলস লিখেছেন, 'প্রাণীসম্পদ রক্ষা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে সচেতনতার লক্ষ্যে ভারতে অরণ্য অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অচেনা দিক দেখতে পারবেন ১৮০টি দেশের মানুষ'।
বিয়ারের টুইটটি রিটুইট করেন নরেন্দ্র মোদী। লেখেন, 'ভারতে রয়েছে সবুজ জঙ্গল, বৈচিত্রময় প্রাণীসম্পদ, সুন্দর পর্বত ও বহু নদী। শো দেখে ভারতের বিভিন্ন অংশে ঘুরতে যাওয়ার উত্সাহ পাবেন। বাড়বে পরিবেশ সংরক্ষণে সচেতনতাও। বিয়ারকে ভারতে আসার জন্য ধন্যবাদ জানান মোদী।
India- where you find lush green forests, diverse wildlife, beautiful mountains and mighty rivers.
Watching this programme will make you want to visit different parts of India and add to discourse of environmental conservation.
Thanks @BearGrylls for coming here! @DiscoveryIN https://t.co/AksPyHfo7X
— Narendra Modi (@narendramodi) July 29, 2019
প্রধানমন্ত্রীর কথায়,'বহু বছর ধরে পাহাড়, জঙ্গলে প্রকৃতির মাঝে থেকেছি। ওই সময়টা আমার জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তাই যখনই রাজনীতির বাইরে প্রকৃতির মধ্যে বিশেষ শোয়ে অংশ নেওয়ার আমন্ত্রণ পেলাম, তখনই উত্সুক হয়ে উঠেছিলাম'।
ডিসকভারিতে ম্যান ভার্সেস ওয়াইল্ডের বিশেষ এপিসোডটি সম্প্রচারিত হবে আগামী ১২ অগস্ট রাত ৯টায়।
আরও পড়ুন- শুধু মন্দিরের প্রসাদ নয়, মুম্বইয়ের পানীয় জলে বিষ মিশিয়েও গণহত্যার ছক কষেছিল জঙ্গিরা