রেল লাইনে পড়ে গেলেন, ট্রেন চলে গেল, তবু বেঁচে গেলেন!

মথুরা রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের ঘটনা। আর দশজনের মতো প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিলেন সবাই। হঠাত্‍ই ট্রেন দেখতে ঝুঁকেছিলেন একজন। বিপত্তি তখনই। তিনি পড়ে যান ট্রেন লাইনেরই উপর!এমন সময় পড়ে যান, যে ট্রেন তখন একেবারে এসে পড়েছে গায়ের উপর। পড়ে যাওয়া মানুষটা কোনওরকমে প্ল্যাটফর্মের দিকে গুজরে শুয়ে পড়েন। পুরী ট্রেন তার উপর দিয়েই চলে যায় দ্রুত গতিতে। ট্রেন চলে যেতেই উপস্থিত লোকেরা দৌড়ে এসে ভদ্রলোককে টেনে প্ল্যাটফর্মের উপরে তোলেন। ট্রেন গায়ের উপর দিয়ে চলে যাওয়ার পরও দিব্যি বেঁচে গিয়েছেন তিনি। যদিও ভয় কাজ করছিল তাঁর।

Updated By: Feb 2, 2016, 03:20 PM IST
রেল লাইনে পড়ে গেলেন, ট্রেন চলে গেল, তবু বেঁচে গেলেন!

ওয়েব ডেস্ক: মথুরা রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের ঘটনা। আর দশজনের মতো প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিলেন সবাই। হঠাত্‍ই ট্রেন দেখতে ঝুঁকেছিলেন একজন। বিপত্তি তখনই। তিনি পড়ে যান ট্রেন লাইনেরই উপর!এমন সময় পড়ে যান, যে ট্রেন তখন একেবারে এসে পড়েছে গায়ের উপর। পড়ে যাওয়া মানুষটা কোনওরকমে প্ল্যাটফর্মের দিকে গুজরে শুয়ে পড়েন। পুরী ট্রেন তার উপর দিয়েই চলে যায় দ্রুত গতিতে। ট্রেন চলে যেতেই উপস্থিত লোকেরা দৌড়ে এসে ভদ্রলোককে টেনে প্ল্যাটফর্মের উপরে তোলেন। ট্রেন গায়ের উপর দিয়ে চলে যাওয়ার পরও দিব্যি বেঁচে গিয়েছেন তিনি। যদিও ভয় কাজ করছিল তাঁর।

 

.