পকেটমার ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু, ভয়াবহ দুর্ঘটনা ধরা পড়ল সিসিটিভি-তে

পকেটমার ফোন নিয়ে পালাচ্ছে। তাকে ধরতে চলন্ত ট্রেন থেকে স্টেশনে ঝাঁপ দিয়েছিলেন বছর ৫৩-এর শাকিল আব্দুল গফর শেখ। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন ট্রেনের চাকার তলায়। ঘটনাস্থলেই প্রাণ হারালেন। 

Updated By: Jul 9, 2019, 05:44 PM IST
পকেটমার ধরতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু, ভয়াবহ দুর্ঘটনা ধরা পড়ল সিসিটিভি-তে

নিজস্ব প্রতিবেদন: পকেটমার ফোন নিয়ে পালাচ্ছে। তাকে ধরতে চলন্ত ট্রেন থেকে স্টেশনে ঝাঁপ দিয়েছিলেন বছর ৫৩-এর শাকিল আব্দুল গফর শেখ। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন ট্রেনের চাকার তলায়। ঘটনাস্থলেই প্রাণ হারালেন। 

আরও পড়ুন-  পার্লামেন্টে কর্নাটক ইস্যু নিয়ে প্রতিবাদ, এই প্রথম কংগ্রেস সাংসদের সঙ্গে স্লোগান দিলেন রাহুল

রেল পুলিস জানায়, যে পকেটমারের জন্য় এই মর্মান্তিক  দুর্ঘটনা, তার খোঁজ চালানো হচ্ছে। স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তের একাধিক ছবি পেয়েছে পুলিস। 

মুম্বাইয়ের এক পাঁচ তারা হোটেলে গাড়ি চালকের কাজ করত আব্দুল। তাঁর মৃত্যুতে দুই ছেলে ও স্ত্রী শোকে ভেঙে পড়েছেন। ঘটনার আকস্মিকতাও হতবাক আব্দুলের সহকর্মীরাও। 

.