কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ মমতার, কাল তৃণমূল মন্ত্রীদের ইস্তফা
নেত্রীর নির্দেশ মেনে আগামীকাল, শুক্রবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিচ্ছেন তৃণমূল মন্ত্রীরা। আগামীকাল দুপুর ২টায় প্রধানমন্ত্রীর হাতে ইস্তফাপত্র তুলে দেবেন মুকুল রায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। একটা মহল থেকে মনে করা হয়েছিল শেষ মুহুর্তে প্রধানমন্ত্রী বা সোনিয়া মমতাকে ফোন করলে হয়তো বরফ গলতে পারে। কিন্তু এবার আর মমতার চাপের কাছে পিছু হটতে চায় না কংগ্রেস।
নেত্রীর নির্দেশ মেনে আগামীকাল, শুক্রবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভা থেকে ইস্তফা দিচ্ছেন তৃণমূল মন্ত্রীরা। আগামীকাল দুপুর ২টায় প্রধানমন্ত্রীর হাতে ইস্তফাপত্র তুলে দেবেন মুকুল রায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। একটা মহল থেকে মনে করা হয়েছিল শেষ মুহুর্তে প্রধানমন্ত্রী বা সোনিয়া মমতাকে ফোন করলে হয়তো বরফ গলতে পারে। কিন্তু এবার আর মমতার চাপের কাছে পিছু হটতে চায় না কংগ্রেস। আর তাই মঙ্গলবার দলের কোর কমিটির বৈঠকের সিদ্ধান্ত মত পদত্যাগ করছেন মুকুল রায়রা।
এফডিআই নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের ১৭ডিসেম্বর তত্কালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় লোকসভায়, খুচরো ব্যবসায়ে বিদেশি বিনিয়োগ নিয়ে বিবৃতি দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐকমত্যে পৌঁছনো না পর্যন্ত সরকার এফডিআই নিয়ে কোনও সিদ্ধান্ত নেবে না। প্রণব মুখোপাধ্যায়ের সেই বিবৃতি আজ ফেসবুকে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার তার ঘোষিত অবস্থান থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছেন তিনি।