দিল্লিতে আপকে ভোট দেওয়ার ডাক মমতার

আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বৃহত্তর স্বার্থে এবং দিল্লির উন্নয়নের স্বার্থে অরবিন্দ কেদরিওয়ালের দলকে সমর্থনের কথা টুইটারে পোস্ট করলেন তৃণমূল সুপ্রিমো। এর আগে বামফ্রন্টও দিল্লিতে আম আদমি পার্টিকে সমর্থনের কথা জানিয়েছিল।

Updated By: Feb 5, 2015, 04:52 PM IST
দিল্লিতে আপকে ভোট দেওয়ার ডাক মমতার

ওয়েব ডেস্ক: আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে ভোট দেওয়ার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বৃহত্তর স্বার্থে এবং দিল্লির উন্নয়নের স্বার্থে অরবিন্দ কেদরিওয়ালের দলকে সমর্থনের কথা টুইটারে পোস্ট করলেন তৃণমূল সুপ্রিমো। এর আগে বামফ্রন্টও দিল্লিতে আম আদমি পার্টিকে সমর্থনের কথা জানিয়েছিল।

গত লোকসভা নির্বাচনে দিল্লিতে প্রার্থী দিয়েছিল তৃণমূল। বিশ্বজিত্‍ ভট্টাচার্যের মত তারকাকে প্রার্থী করেও তৃণমূল খুব খারাপ ফল করেছিল। এবার আর দিল্লি বিধানসভায় কোনও প্রার্থী না দিয়ে বিজেপি-র মূল শত্রুকেই সমর্থন করছে তৃণমূল। শত্রুর শত্রু বন্ধু এই ফর্মুলাতেই হাঁটল তৃণমূল।

এদিকে, দিল্লি নির্বাচনে " ডেরা সচ্চা সওদা' বিজেপি কে সমর্থন করবে বলে জানালেন গুরু গুরমিত রাম রহিম সিং। 

.