বিধানসভা ভোটের প্রচারের ত্রিপুরায় মমতা-অভিষেক
১৬ ফেব্রুয়ারি বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে বিজেপিশাসিত ত্রিপুরায়। ফলাফল ঘোষণা হবে ২ মার্চ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যবধান মাত্র ২৪ ঘণ্টা। বিধানসভা ভোটের ইস্তেহার প্রকাশের পর এবার ত্রিপুরা সফরে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে অভিষেকও। আগামীকাল, মঙ্গলবার আগরতলায় প্রথমে রোড-শো, তারপর জনসভা।
হাতে আর বেশি সময় নেই। ১৬ ফেব্রুয়ারি বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে বিজেপিশাসিত ত্রিপুরায়। ফলাফল ঘোষণা হবে ২ মার্চ। প্রথমদফায় ২২ জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে তৃণমূল। শুধু তাই নয়, নির্বাচনী ইস্তেহারে বাংলার মতোই ত্রিপুরায়ও মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু প্রতিশ্রুতি দিয়েছে এ রাজ্যের শাসকদল। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, প্রাপ্তবয়ষ্ক মহিলাদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা অনুদান। এমনকী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো প্রকল্পেরও উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তেহারে।
ভোটের প্রচারে ২ দিনের সফরে ত্রিপুরা যাচ্ছেন মমতা ও অভিষেক। কবে? আজ, সোমবারই আগরতলায় পৌঁছবেন তাঁরা। পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। আগামীকাল, মঙ্গলবার সকালে আগরতলায় রোড-শো করবেন তৃণমূলনেত্রী। রবীন্দ্রভবন থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন এলাকা পরিক্রমার পর সেই রোড শো শেষ হবে রবীন্দ্র ভবনেই। তারপর হবে জনসভা।