২০ আপ বিধায়কের পদ খারিজের সুপারিশ, ক্ষুদ্ধ মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে এরকম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় না
নিজস্ব প্রতিবেদন: লাভজনক পদে রয়েছেন এই অভিযোগ আম আদমি পার্টির ২০ জনের বিধায়কপদ খারিজ করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। আর এতে প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের সুপারিশ কার্যকর হলে দিল্লিতে আপ সরকার প্রবল চাপে পড়ে যাবে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় আপের বিধায়ক সংখ্যা ৬৭। ২০ জন বিধায়কের পদ খারিজ হলে বিধানসভা তাদের শক্তি গিয়ে দাঁড়াবে ৪৭। কোনও কোনও মহল থেকে এমনও বলা হচ্ছে ওইসব বিধায়কদের পদ খারিজ হলে মিনি বিধানসভা নির্বাচনও হতে পারে।
A Constitutional body cannot be used for political vendetta. The 20 AAP MLAs were not even given a hearing by the Hon EC. Most unfortunate. This goes against the principles of natural justice.At this hour we are strongly with @arvindkejriwal and his team
— Mamata Banerjee (@MamataOfficial) January 19, 2018
উল্লেখ, ২১ বিধায়ককে সংসদীয় সচিব পদে নিয়োগ করেন কেজরিওয়াল। ওইসব পদ লাভজনক বলে অভিযোগ করেন প্রশান্ত প্যাটেল নামে এক আইনজীবী। তার পর থেকেই বিতর্কের সূত্রপাত।
আরও পড়ুন-'অফিস অব প্রফিট' মামলায় হাইকোর্টেও ধাক্কা খেলেন কেজরিওয়াল
এনিয়ে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে এরকম রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। মাননীয় নির্বাচন কমিশন ওই ২০ জন আপ বিধায়ককে শুনানির জন্যও ডাকেনি। এই ধরনের কর্মকাণ্ড খুবই দুর্ভাগ্যজনক। এই সময়ে কেজরিওয়াল ও তাঁর দলের সঙ্গে রয়েছি আমরা।